প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০১ নভেম্বর : বাংলাদেশ থেকে ভারতের বুদ্ধগয়া দর্শনে যাওয়ার পথে পশ্চিমবঙ্গে দুর্ঘটনার পড়লো পূণ্যর্থী বোঝাই বাস। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার মুসুণ্ডা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে।পূণ্যার্থী বাহি বাসটি দুর্গাপুর অভিমুখে যাওয়ার সময় একটি কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পিছনে সজোরে ধাক্কা মারে। এতে কন্টেনারের চালক ছাড়াও পূণ্যার্থী বাহি বাসের ২০ জন আরোহী আহত হন।
এই দুর্ঘটনার খবর পেয়েই জামালপুর থানার ওসি কৃপাসিন্ধু ঘোষের নেতৃত্বে পুলিশ-বাহিনী ঘটনাস্থলে পৌছায়। আহত সকলকে উদ্ধার করে পুলিশ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস ও কন্টেনারটি আটক করে দুর্ঘটনার তদন্ত নামে । তারই মধ্যে চিকিৎসায় সুস্থতা অনুভব করার পর শনিবার বেলায় আহত সকলকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। পুলিশ কন্টেনারের চালককে গ্রেপ্তার করে এদিনই বর্ধমান আদালতে পেশ করে।
পুলিশ জানিয়েছে,দুটি বাসে চড়ে বাংলাদেশের পূণ্যার্থীরা ভারতের বিহার রাজ্যের গয়া জেলার বুদ্ধগয়া(Budh Gaya) দর্শনে যাচ্ছিলেন।তার মধ্যে একটি বাসের পিছনে কন্টেনারটি ধাক্কা মেরে বসে। টুরিস্ট এজেন্সি অন্য একটি বাস পাঠালে সকল পূণ্যার্থী এদিন বেলা ১০ টার পর ফের বুদ্ধগয়ার উদ্দেশ্যে রওনা দেন । পুলিশের প্রাথমিক অনুমান, কন্টেনারের চালক ঘুমিয়ে পড়াতেই এই দুর্ঘটনা ঘটে।গিয়েছে।
পুলিশ ও পূণ্যার্থীদের কথায় জানা গিয়েছে,দুটি টুরিস্ট বাসে চড়ে বাংলাদেশের চট্টগ্রাম থেকে পবিত্র ভূমি বুদ্ধগয়া দর্শনে যাচ্ছিলেন ১১৭ জন পূণ্যার্থী।বেনাপোল সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের পর তাঁরা ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে বুদ্ধগয়ার পথে যাচ্ছিলেন। জামালপুরের মুসুণ্ডা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেনার পূণ্যার্থী বাহী দুটি বাসের একটির পিছনে সজোরে ধাক্কা মারলে পূণ্যার্থীদের বুদ্ধগয়া যাত্রা থমকে যায় । তবে বাংলাদেশী পূণ্যার্থীদের ভারতের বুদ্ধগয়া দর্শনের ইচ্ছা অপূর্ণ থাকে নি।সেই ইচ্ছা পূরণে জামালপুর থানার পুলিল আন্তরিক ভাবে বালাদেশী পূণ্যার্থীদের পাশে দাঁড়ায়।।

