এইদিন ওয়েবডেস্ক,বালুরঘাট,২৪ সেপ্টেম্বর : নিজের সার্ভিস রিভলবার দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন দক্ষিণ দিনাজপুরের বিএসএফ ক্যাম্পের এক সেনা আধিকারিক । মৃতের নাম ওমপ্রকাশ মীনা (৪৮)। রাজস্থানের বাসিন্দা ওই আধিকারিক বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটালিয়নের সাব-ইনস্পেকটর পদে নিযুক্ত ছিলেন । দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তের চকগোপাল বিওপিতে কর্মরত ছিলেন তিনি । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিএসএফের ক্যাম্পে ।
জানা গেছে,শনিবার সন্ধ্যায় সার্ভিস রিভলবার দিয়ে নিজের বুকে পরপর চার রাউন্ড গুলি চালান ওমপ্রকাশ মীনা । সেই সময় তিনি নিজের ঘরেই ছিলেন । এদিকে গুলি চালানোর আওয়াজ পেয়ে সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে এলে ওমপ্রকাশ মীনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে । এরপর তাকে উদ্ধার করে তড়িঘড়ি বালুরঘাট জেলা হাসপাতালে আনা হয় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । তবে ওই বিএসএফ আধিকারিকের আত্মঘাতী হওয়ার কারন নিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে । পারিবারিক সমস্যা,নাকি কর্মস্থলে কোনো সমস্যার কারনে তিনি আত্মঘাতী হয়েছে তা স্পষ্ট নয় ।
এদিকে খবর পেয়ে হাসপাতালে আসেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, বিএসএফের শীর্ষ আধিকারিকরা । আজ রবিবার মৃতদেহের ময়নাতদন্ত হবে এবং দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে ।।