এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৪ জুন : বিএসএফের এক জওয়ানকে অপহরণ করল বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের মানুষ ৷ আজ বুধবার (০৪ জুন) সকালে মালদার সীমান্তবর্তী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জোহরপুর-টেক সীমান্তের কাছাকাছি দায়িত্ব পালন করার সময় ওই বিএসএফ জওয়ানকে বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা তুলে নিয়ে যায় বলে অভিযোগ । পরে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি তাকে হেফাজতে নেয় । যদিও অপহৃত বিএসএফ জওয়ানের পরিচয় প্রকাশ্যে আনা হয় । যদিও বাংলাদেশের সসংবাদমাধ্যম দাবি করেছে, ওই বিএসএফ জওয়ান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ করেছিল।
প্রতিবেদনে বলা হয়েছে,বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বিএসএফ জওয়ানকে হেফাজতে নেওয়ার কথা নিশ্চিত করেছেন। নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন দাবি করেছে, সীমান্তের শূন্য রেখায় ছাগল তাড়াতে গিয়ে এক বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েন। পরে তাকে স্থানীয়রা আটক করে বিজিবির হাতে তুলে দেয়।
লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকুর দাবি, সকাল ৮টা নাগাদ জোহরপুর সীমান্ত দিয়ে ওই বিএসএফ সদস্য বাংলাদেশ ভূখণ্ডে চলে আসেন। এ সময় স্থানীয় জনতা তাকে ধরে ফেলেন। মুহূর্তের মধ্যে সেখানে অনেক মানুষ জড়ো হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে জনরোষ থেকে বাঁচাতে ওই বিএসএফ সদস্যকে নিজেদের হেফাজতে নেয়। বলা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে ওই বিএসএফ সদস্যের নাম প্রকাশ করা হয়নি।
বিজিবি অধিনায়ক ফাহাদ মাহমুদ রিংকু বলেন, আইনানুগভাবে ওই বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে। যদিও এই বিষয়ে বিএসএফের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।।

