এইদিন ওয়েবডেস্ক,জয়পুর,২৭ মে : পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় রেমালের’ দাপট দেখালেও দেশের প্রায় বাকি অংশজুড়ে চলছে দাবদাহ । উত্তর ভারতের বেশিরভাগ রাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। প্রচণ্ড গরমের কারণে মরুভূমি সীমান্তে মোতায়েন সেনারা বেশ সমস্যায় পড়েছেন। ভারত ও পাকিস্তানের রাজস্থানের জয়সলমীর সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক জওয়ান প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে শহীদ হয়েছেন। শহীদ বিএসএফ জওয়ান হলেন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির অজয় কুমার সিং ।
হিটস্ট্রোকে শহিদ হওয়া বিএসএফ জওয়ান অজয় কুমারের মৃতদেহ আকাশপথে পাঠানো হবে জলপাইগুড়িতে। রামগড় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । শহীদ সেনাকে প্রথমে রামগড় থেকে সড়কপথে যোধপুরে নিয়ে আসা হবে। এরপর যোধপুর থেকে বিমানে মৃতদেহ আনা হবে জলপাইগুড়িতে ।
রাজস্থানে তাপমাত্রা গত কয়েকদিন ধরে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মরুভূমি হওয়ায় দিনের বেলায় বালি উত্তপ্ত হয়ে ওঠে যার কারণে সীমান্তে মোতায়েন সেনাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে । তাপমাত্রা এতটাই বেশি যে অল্প বালি চাপা দিয়ে ডিম রাখলে সিদ্ধ হয়ে যাচ্ছে এবং পাঁপড়ও ভাজা হচ্ছে । জওয়ানদের মরুভূমির বালিতে ডিম সিদ্ধ করা এবং পাঁপড় ভাজার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ।
জানা গেছে,বিএসএফ জওয়ান অজয় কুমারকে রবিবার সীমান্ত পোস্ট ভানুতে মোতায়েন করা হয়েছিল, যেখানে প্রচণ্ড গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন । তার স্বাস্থ্যের অবনতি হলে চিকিৎসার জন্য রামগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর হাসপাতাল চত্বরেই শহীদ সেনা অজয় সিংকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় ১৭৩তম কোরের বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মকর্তারা ফুল দিয়ে শহীদ সৈনিককে শ্রদ্ধা জানান।।