এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,০২ অক্টোবর : নবমীর রাতে স্বামীর বাইকে চেপে ঠাকুর দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না দক্ষিণ ২৪ পরগণা জেলার কুলতলীর বছর ১৯-এর এক বধূর । মৃতার নাম দেবী মণ্ডল (১৯)। তার বাড়ি কুলতলি থানার কাঁকসা গ্রামে। ঘাতক গাড়িটির খোঁজ শুরু করেছে পুলিশ ।
জানা গেছে,গতকাল রাতে স্ত্রী দেবী মণ্ডলকে বাইকে চাপিয়ে ঠাকুর দেখতে বের হয়েছিলেন স্বামী মিলন মণ্ডল । রাস্তায় গাড়ির তেল শেষ হয়ে গেলে জয়নগর জামতলা সড়কের কয়ালের মোড়ের কাছে পেট্রোল পাম্প থেকে তেল ভরেন তিনি । বাইকে তেল ভরার পর ফের মিলনবাবু তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মণ্ডপের দিকে যাচ্ছিলেন । কিন্তু তিনি জয়নগর-জামতলা সড়ক ধরে যাওয়ার সময় একটি বেপরোয়া গতির গাড়ি মিলনবাবুর গাড়িতে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । মিলনবাবু বরাত জোরে প্রাণে বেঁচে গেলেও তার স্ত্রী দেবী মণ্ডল ছিটকে রাস্তার উপরে পড়েন । আর তখন ঘাতক গাড়িটি পালানোর সময় তাকে পিষে দেয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় তার । দুর্গোৎসবের মাঝে মর্মান্তিক এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবার পরিজন ।।