এইদিন ওয়েবডেস্ক,চাঁচল(মালদা),২৪ মে : মালদা জেলার চাঁচলের মহানন্দাপুর পঞ্চায়েত অফিসের পিছন থেকে উদ্ধার হল একটি তাজা বোমা । মঙ্গলবার দুপুরে বোমাটি নজরে পড়তেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ । পরে বোমস্কোয়াড এসে বোমাটিকে নিষ্ক্রিয় করে । এদিকে বোমা উদ্ধারের পর শাসকদল তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের মধ্যে চাপানউতোর শুরু হয়ে গেছে ।
প্রসঙ্গত,মহানন্দপুর পঞ্চায়েতটি ছিল কংগ্রেসের দখলে । দুমাস আগে তৃণমূল অনাস্থা এনেছিল । অনাস্থায় কংগ্রেসকে পরাজিত করে পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল । পঞ্চায়েতের দখল নিয়ে দুই দলের মধ্যে তখন চাপা উত্তেজনা ছিল । আর সেই কারনেই কোনো দলের তরফ থেকে বোমাটি মজুত করে রাখা হয়েছিল বলে সন্দেহ গ্রামবাসীদের ।
জানা গেছে,মহানন্দপুর পঞ্চায়েত কার্যালয়ের পিছন দিকে একটি কলা বাগান রয়েছে । এদিন দুপুরে মাঠে কাজে যাওয়ার সময় কয়েকজন জনমজুর কলাবাগানের মধ্যে একটি পলিথিনের প্যাকেট পড়ে থাকতে দেখে । তারা গ্রামে এসে খবর দেয় । তখন গ্রামবাসীরা এসে প্যাকেটের মুখ খুলতেই তুঁষ ভর্তি ব্যাগের মধ্যে বোমাটিকে দেখতে পায় । খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে আসে ।
চাঁচল-১ নং ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক কাজি আতাউর রহমান বলেন,’পঞ্চায়েত আপাতত তৃণমূলের দখলে রয়েছে। তবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সকলের জানা । পঞ্চায়েতের কর্তৃত্ব নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছিল । আর সেই সময় দুই গোষ্ঠীর মধ্যে কোনো গোষ্ঠীর লোকেরা ওই বোমাটি মজুত করে রেখেছিল বলে আমাদের সন্দেহ ।’
অন্যদিকে টিএমসিপির চাঁচল-১ নং ব্লক সহসভাপতি রবিউল ইসলাম বলেন,’আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে কংগ্রেস পঞ্চায়েতে থাকার চেষ্টা করছিল । বোমাটি কংগ্রেসের লোকজনেরই আমদানি করা ।’পুলিশ জানিয়েছে,কে বা কারা কি উদ্দেশ্যে বোমাটি রেখে গেছে তা জানার চেষ্টা চলছে ।।