এইদিন ওয়েবডেস্ক,মালদা,২০ জুলাই : শনিবার দুপুরে বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে ওঠে মালদার হরিশ্চন্দ্রপুর থানার সুলতান নগরের কুশল গ্রাম। খবর পেয়ে পুলিশ গেলে আরও অন্তত ৫ টি তাজা বোমা পড়ে দেখে ৷ আজ রবিবার সকালে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে সিআইডি বম্ব স্কোয়াড । তবে কারা কি উদ্দেশ্যে বোমা মজুত করছিল তা এখনো স্পষ্ট নয় ।
জানা গেছে,বাংলা-বিহার সীমান্তে রয়েছে সুলতান নগরের কুশল গ্রামটি । শনিবার ভর দুপুরে মাঠ থেকে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান গ্রামবাসী । এরপর বিস্ফোরণস্থলের সন্ধান শুরু করেন তারা । পরে মাঠের মাঝে সামমার্শিবল পাম্পের কাছে বিস্ফোরণস্থলটি আবিষ্কার করেন । পাশাপাশি বেশ কয়েকটি তাজা বোমাও আশপাশে পড়ে থাকতে দেখেন তারা । কালবিলম্ব না করে তারা হরিশ্চন্দ্রপুর থানায় খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী । পুলিশ গিয়ে ওই চালাঘরসহ বিস্ফোরণ স্থলটি ফিতে দিয়ে ঘিরে দেয়। পাশাপাশি খবর দেয় সিআইডি বম্ব’ স্কোয়াডকে । অবশেষে আজ সকালে ঘটনাস্থলে বম্ব স্কোয়াড এসে বৃষ্টির মধ্যেই ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার করে । এরপর কিছুটা নির্জন নিরাপদ জায়গায় গিয়ে সেই বোমাগুলি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে৷ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।

