জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,পূর্ব বর্ধমান,২৭ ডিসেম্বর :সবাই যখন পিকনিকের আনন্দে মেতে উঠেছে তখন ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর জন্য এগিয়ে এল পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদীঘি থানার কামারকিতা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাকেন্দ্র। সংস্থার উদ্যোগে এবং উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের পরিচালনায় বুধবার স্বর্গীয় শান্তি পালের জন্মদিন উপলক্ষ্যে সংশ্লিষ্ট সেবাকেন্দ্রের প্রাঙ্গনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের শাখার সহযোগিতায় রক্তদান শিবির থেকে ৫৫ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। রক্তদাতাদের মধ্যে ১৫ জন মহিলা ছিলেন। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। পিকনিক ছেড়ে এই রক্তদান শিবিরে যেভাবে মানুষ রক্ত দিতে এগিয়ে এসেছিল সেটা ছিল চোখে পড়ার মত। সাধারণত উৎসবের সময় এত ভিড় চোখে পড়েনা। উদ্যোক্তাদের পক্ষ থেকে রক্তদাতাদের হাতে সার্টিফিকেট ও একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। পাশাপাশি রক্তদান শিবির থেকে ১০ জন দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য মাসিক অনুদানেরও ব্যবস্থা করা হয়।
রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন কামারকিতা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাকেন্দ্রের সম্পাদক সিদ্ধার্থ পাল ও সহ সভাপতি বিবেকানন্দ মল্লিক, বর্ধমান মেডিক্যাল কলেজ ব্লাড ব্যাংক সেন্টারের ভারপ্রাপ্ত আধিকারিক ডাঃ দিলীপ ঘোষ এবং উৎসর্গ রিলিফ ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- দিব্যেন্দু দাস, ইন্দ্রজিৎ কুন্ডু, সমাপ্তি নাগ, সৌমিলি, পূর্ণিমা, সব্যসাচী, তিতলি, রিষভ, সুন্দর সহ আরও অনেকে।
কামারকিতা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রের কর্তৃপক্ষের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে দিব্যেন্দু বাবু বললেন- যত বেশি সংস্থা এইরকম রক্তদান শিবিরের আয়োজন করবে তত সমাজের উপকার হবে। তিনি অন্যান্য সংস্থাদের কাছে রক্তদান শিবিরের আয়োজন করর জন্য আবেদন করেন। যেভাবে আবার করোনার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তার জন্য তিনি সবাইকে সচেতন থাকতে অনুরোধ করেছেন ।।