জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),৩০ আগস্ট : রক্তের সঙ্কট মেটাতে গুসকরা শিরিষতলা সংলগ্ন বিষাণ অ্যাথলেটি্ক ক্লাব কার্যত রক্তদান শিবিরের আয়োজনকে অভ্যাসে পরিণত করে ফেলেছে! সংশ্লিষ্ট ক্লাবের উদ্যোগে অথবা সক্রিয় সহযোগিতায় গুসকরা ও তার আশেপাশের এলাকায় প্রায় প্রতিমাসে আয়োজিত হয়ে চলেছে একটি করে রক্তদান শিবির। এমনকি তাদের প্রচারের ফলে আরও অনেক ক্লাব রক্তদান শিবির আয়োজন করার বিষয়ে ধীরে ধীরে আগ্রহ প্রকাশ করছে।
রাখি বন্ধন দিবসটি স্মরণীয় করে রাখার জন্য সংশ্লিষ্ট ক্লাবের উদ্যোগে আজ বুধবার গুসকরায় একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের শীততাপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ বাসের মাধ্যমে এবং বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক শাখার সহযোগিতায় শিবির থেকে প্রায় ৭০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। এদের মধ্যে ১০ জন মহিলা এবং ৩০ জন নতুন রক্তদাতা। ইচ্ছে থাকলেও নিয়মের বেড়াজালে আটকে কয়েকজন রক্ত দিতে পারেনি। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। দূষণ মুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য ও বিশ্ব উষ্ণায়ন রোধ করার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এর আগে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত প্রত্যেকের হাতে রাখি বেঁধে দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয়।
রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল, প্রাক্তন কাউন্সিলর মনোজ সাউ, গুসকরা মহাবিদ্যালয়ের অধ্যাপক শিশির কুমার ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ রবীন গুপ্ত, প্রাক্তন কাউন্সিলর মনোজ সাউ সহ বর্তমান কাউন্সিলর অমিতাভ মজুমদার, সুব্রত শ্যাম, মাধব সাহা এবং গুসকরা পৌরসভার পৌরপ্রধান কুশল মুখোপাধ্যায় সহ অনেক বিশিষ্ট ব্যক্তি।
ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতা, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক শাখার উপস্থিত প্রত্যেক ডাক্তারবাবুর ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ক্লাব সম্পাদক সৌগত গুপ্ত বললেন,এতবড় একটা যজ্ঞকে সফল করতে হলে সবার সহযোগিতা দরকার। আমাদের সৌভাগ্য প্রত্যেকবার সেই সহযোগিতা পেয়ে আসছি। তিনি আরও বললেন – গত কয়েকটি রক্তদান শিবিরে যেভাবে মহিলারা রক্ত দিতে এগিয়ে আসছে সেটা সত্যিই প্রশংসনীয়।।