এইদিন ওয়েবডেস্ক,হাভানা,০৭ মে : শুক্রবার কিউবার রাজধানী হাভানার কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক হোটেল সারাতোগায়( Saratoga) একটি জোরালো বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে কমপক্ষে ৭৪ জন । বিস্ফোরণের ফলে হোটেলের একাংশ ভেঙে পড়ে । বিস্ফোরণটি গ্যাস লিকের কারনেই হয়েছে বলে অনুমান । কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল (Miguel Diaz-Canel) অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান । প্রেসিডেন্ট জানিয়েছেন,এটি কোনো বোমা বা জঙ্গি আক্রমণ ছিল না, এটি একটি দুঃখজনক দুর্ঘটনা । তিনি বলেন,’বিস্ফোরণে ১৭ জন প্রাপ্তবয়স্ক এবং একজন নাবালক মারা গেছে এবং ৫০ জন প্রাপ্তবয়স্ক ও ১৪ জন নাবালক আহত হয়েছে । আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে ।’ নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট ।
কিউবা সরকারের পুরোনো কংগ্রেস ভবনের বিপরীতে রয়েছে হোটেল সারাতোগা । ১৯ শতকে নির্মিত পাঁচ তলা বিশিষ্ট বিলাসবহুল এই হোটেলটি বিদেশি পর্যটকদের কাছে খুব পছন্দের । ম্যাডোনা, বিয়ন্সে ও মিক জ্যাগারের মতো খ্যাতিমান তারকারা এই হোটেলে কাটিয়েছেন । করোনা কালে হোটেলটির সংস্কারের কাজ শুরু হয় । আগামী চার দিনের মাথায় এটি পুনরায় চালু করার কথা ছিল । এখন এই বিস্ফোরণের ফলে আপাত হোটেলটি চালু করা যাচ্ছে না বলেই মনে করা হচ্ছে ।।