এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৬ জুলাই : এক বাইক চোরকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাজু দাস (২৮) । কেতুগ্রামের বাজারপাড়া এলাকার বাসিন্দা ওই যুবককে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় । আজ শুক্রবার ধৃতকে কাটোয়া আদালতে তোলা হয়।
জানা গেছে,গত ২২ জুলাই রাতে কাটোয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড এলাকার ন্যাশানাল পাড়ায় একটি বাইক চুরির ঘটনা ঘটে । নিজের বাড়ির সামনেই বাইকটি রেখেছিলেন বাইক মালিক । পরের দিন তিনি কাটোয়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে তদন্তে নামে । অবশেষে বাইক মালিকের বাড়ি থেকে প্রায় আধ কিলোমিটার দূরে বর্ধমান কাটোয়া রাজ্যসড়কের ধারে একটি পরিত্যক্ত বাড়ির পিছনের জঙ্গল থেকে বৃহস্পতিবার রাতে চুরি যাওয়া বাইকটি খুঁজে পাওয়া যায় । কিন্তু চোরকে ধরতে পুলিশ বাইকটি উদ্ধার না করে সেখানেই রেখে দিয়ে গোপনে নজর রাখতে থাকে । অবশেষে বৃহস্পতিবার রাতের দিকে রাজু বাইকটি নিতে এলে পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে ।
ধৃতজে জেরা করে পুলিশ জানতে পারে যে বাইকটি চুরির পর বেশ কয়েকবার সে কিক প্যাটেলে লাথি মেরেও বাইকটি স্টার্ট করতে পারেনি । বাধ্য হয়ে সে প্রায় আধ কিলোমিটার বাইকটি ঠেলতে ঠেলতে বর্ধমান-কাটোয়া রাজ্যসড়কের ধারে ওই নির্জন জায়গায় নিয়ে যায় । বাইকটি রেখে সে বাড়ি চলে যায় । কেতুগ্রামে ফেরার পর এক মেকানিকের দ্বারস্থ হয় রাজু। তার কাছেই হাতেকলমে শিখে নেয় কিভাবে দুটি তারকে জুড়ে বাইক স্টার্ট করা যায় । স্টার্ট করার বিদ্যা শিখে নিয়ে সে বৃহস্পতিবার রাতে বাইকটি নিতে আসে । কিন্তু এদিকে পুলিশ যে ওৎ পেতে বসে আসে তা সে টের পায়নি ।।