এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০৪ জানুয়ারী : প্রবল ঠান্ডায় পদ্মানদী সাঁতরে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে বেঘোরে মারা গেল এক বাংলাদেশি যুবক । মৃতের নাম রবিউল শেখ (৩০) । তার বাড়ি বাংলাদেশের চাপাইগঞ্জ জেলার সূর্যনারায়নপুর সাতরসিয়া গ্রামে । পাকলাটোলা ভাগিরথী আউটপোস্টের বিএসএফ জওয়ানরা তাকে বাঁচানোর চেষ্টা করেন ৷ কিন্তু তারা ব্যর্থ হন ।
জানা গেছে,আজ রবিবার ভোরে পাকলাটোলা ভাগিরথী আউটপোস্টের কর্তব্যরত বিএসএফ জওয়ানরা দেখতে পান পদ্মানদী সাঁতরে ভারতের দিকে কেউ আসছে । ওই ব্যক্তি ভারতের সীমানায় ঢুকতেই ধরে ফেলে বিএসএফ । এদিকে প্রচন্ড ঠান্ডায় দীক্ষক্ষণ নদীর জলে সাঁতারে আসার পর ঠান্ডায় কাবু হয়ে যায় ওই যুবক । ওই অবস্থায় বিএসএফ তাকে জেরা করে জানতে পারে যে সে আদপে বাংলাদেশের বাসিন্দা । তার করুণ অবস্থা দেখে বিএসএফের পক্ষ থেকে তাকে গরম জামা কাপড় পরানো হয় । এরপর তাকে বয়ারঘাট বিএসএফ ক্যাম্পে আনা হয় । সেখান আনার পর ওই যুবক আরও অসুস্থ হয়ে পড়লে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পরে রঘুনাথগঞ্জ থানার পুলিশ গিয়ে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় । বর্তমানে মৃতদেহটি বাংলাদেশের সীমান্তরক্ষী দের হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।।

