এইদিন ওয়েবডেস্ক,বরিশাল,১১ মে : কাঠের পাটা দিয়ে ঘেরা ও টিনের ছাউনি দেওয়া ঘরে ফল ও বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা করতেন বছর আঠাশের এক হিন্দু যুবক । ভালো ব্যবহার আর ন্যায্য দামের কারনে প্রতিদিন প্রচুর বেচাকেনা হত তাঁর দোকানে । এদিকে আশপাশের মুসলিম ব্যবসায়ীদের ব্যবসা বিশেষ চলছিল না । সেই আক্রোশে দোকানের বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ওই হিন্দু ব্যবসায়ীকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামাটি ইউনিয়নের চামতা নতুন বাজার এলাকায় । স্থানীয় মুন্সী ফার্মেসির মালিক আরিফুর রহমান সাফ জানিয়েছেন,’ওই হিন্দু ব্যবসায়ীর দোকান ভালোই চলতো । একারণে তার সঙ্গে কিছু লোকের শত্রুতা ছিল। তারাই সাগরের দোকানে বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন লাগার পর সাগর চিৎকার করলেও দোকানে বাইরে থেকে তালা দেওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি ।’
জানা গেছে,নিহত হিন্দু ব্যবসায়ীর নাম সাগর চন্দ্র পাল (২৮) । নিয়ামাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার ধলমারার বাসিন্দা বেরলাল পাল বলাইয়ের ছোট ছেলে সাগর। অত্যন্ত হতদরিদ্র পরিবার । সাগররা তিন ভাইবোন । ছোট বোন অনেক দিন আগেই মারা গেছেন । সাগরের দাদা মানসিক প্রতিবন্ধী । পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন সাগর । নিয়ামাটি ইউনিয়নের চামতা নতুন বাজারের ফলের দোকানের উপার্জন থেকে বৃদ্ধ বাবা-মা,মানসিক ভারসাম্যহীন দাদা সহ চারজনের সংসার চালাতেন তিনি ।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী,রাতে নিজের দোকানেই ঘুমতেন ওই হিন্দু ব্যবসায়ী । গত সোমবার(৮ মে ২০২৩) ভোর রাতের দিকে দোকানে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা । পরে সাগরের আর্ত চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধারের চেষ্টা করে । কিন্তু দোকানে বাইরে থেকে তালা বন্ধ থাকায় তাঁকে বাঁচানো সম্ভব হয়নি । ফলে স্থানীয় লোকজনের চোখের সামনে প্রায় ৫০ লাখ টাকার সামগ্রীসহ জীবন্ত দগ্ধ হয়ে মারা যান সাগর চন্দ্র পাল ।
জানা গেছে,সাগরবাবুর পাশাপাশি আশপাশের আরও ৭ টা দোকান ভস্মীভূত হয়ে যায় । তার মধ্যে রয়েছে সাগরবাবুর জ্যাঠামশাই ইলেক্ট্রনিক্সের ব্যবসায়ী শংকর পাল । শংকরবাবুরও অভিযোগ, তাঁর ভাইপোর দোকানে বাইরে থেকে তালা ঝুলিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়েছিল । কিন্তু সন্দেহভাজনরা মুসলিম হওয়ায় তিনি ভয়ে কারোর নাম জানাননি । তবে তিনি জানিয়েছেন,সাগরের দোকানে প্রচুর বেচাকেনা ছিল । এর আগেও দুবার তার দোকানে ডাকাতি হয়েছে । তারপর থেকেই দোকানে ঘুমতো সাগর ।
এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে বৈদ্যুতিক শর্ট সার্কিট বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠছে দমকলবাহিনীর বিরুদ্ধে । বরিশালের ফায়ার সার্ভিসের স্টেশন আধিকারিক আব্দুল কুদ্দুসের কথায়,’শুনেছি চুরি করতে না পেরে আগুন লাগানো হয়েছে । সাগরের দোকানটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় বাইরে থেকে তালা দেওয়া ছিল কিনা তা স্পষ্ট নয়। তাছাড়া ঘটনাটি রাতে ঘটায় কারোর নজরে পড়েনি । কি হয়েছে বলতে পারব না। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।’ তবে ফায়ার সার্ভিসের স্টেশন আধিকারিকের এই দাবি নিয়ে প্রশ্ন উঠছে এলাকায় । বাকেরগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান,মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । এই ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।।