এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,০৫ জুলাই : ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু স্কুল শিক্ষককে ৮ বছরের কারাদণ্ড দিল বাংলাদেশের আদালত ।পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে । সোমবার বিকেলে চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এই রায় ঘোষণা করেন । কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষকের নাম দেবব্রত দাস । তিনি দক্ষিণ চরইশ্বর এলাকার বাসিন্দা সুবল চন্দ্র দাসের সন্তান ।
প্রসঙ্গত, নোয়াখালীর হাতিয়া থানা এলাকার একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন দেবব্রত দাস । ২০১৭ সালে তাঁর বিরুদ্ধে ফেসবুকে ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর পোস্ট করার অভিযোগ উঠেছিল । এই ঘটনায় হাতিয়া থানা পুলিশ স্বতঃপ্রণোদিত একটি মামলা রজু করে তাঁকে গ্রেফতার করে । বাংলাদেশের চট্টগ্রামের সাইবার ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট মেজবাহউদ্দিন চৌধুরী জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া গেছে ।
যদিও আদালত ওই শিক্ষককে দোষী সব্যস্ত করে সাজা দিলেও তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ । তাঁদের অভিযোগ, হিন্দুদের ফাঁসাতে ধর্ম অবমাননাকে হাতিয়ার করছে বাংলাদেশের জিহাদি মানসিকতা সম্পন্ন মানুষ ও মৌলবাদি মানসিকতার পুলিশ প্রশাসন । মূলত বিষয় সম্পত্তি দখল করতে হিন্দুদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ফাঁসানো হয় বলে অভিযোগ । ফলে চরম ভীতির মধ্যে থাকতে হয় বাংলাদেশে বসবাসকারী হিন্দুসহ অনান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ।।