এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৩ অক্টোবর : আফগানিস্তানের পাকতিকা (Paktika) প্রদেশে দু’হাত ছাড়াই এক শিশুর জন্ম হয়েছে বলে খবর পাওয়া গেছে । রবিবার পাকতিকা (Paktika) প্রদেশের ) খায়ের কোট (Khair Kot) জেলার হাসপাতালে ওই শিশুটির জন্ম হয় । হাত না থাকায় শিশুটির কাঁধ ও পায়েও বিকৃতি রয়েছে ।
চিকিৎসা বিষয়ক বিশেষজ্ঞরা বলেছেন যে ক্রমাগত যুদ্ধ এবং বিস্ফোরেক ব্যবহার,গর্ভাবস্থায় মায়েদের নিজেদের ইচ্ছামত ঔষুধ গ্রহণ এবং পর্যাপ্ত পুষ্টির অভাবের কারনেই বিকৃত শিশুর জন্মের কারণ । তবে ঠিকমত চিকিৎসা করালে শিশুটির পায়ের বিকৃতি কিছুটা কেটে যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।
এদিকে শিশুটির পরিবার তার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে । পরিবার জানিয়েছে,পারিবারিক অর্থাভাবের কারনে শিশুটির পায়ের ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব নয় । সেই কারনে চিকিৎসায় সহায়তার জন্য বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কাছে আহ্বান জানিয়েছে শিশুর পরিবার ।।