এইদিন ওয়েবডেস্ক,বিদিশা(মধ্যপ্রদেশ),২১ নভেম্বর : চোখগুলো ঠিক মানুষের মতোই একটি আর একটির পাশে এবং চোখের চারপাশে একটি কালো বৃত্ত রয়েছে যা দেখতে অনেকটা চশমার মতো । এমনই এক অদ্ভুত দর্শন ছাগশিশুর জন্ম হয়েছে মধ্যপ্রদেশের বিদিশার জেলার (Vidisha) সিরঞ্জ (Sironj) তহসিলের সেমাল খেদি(Semal Khedi) গ্রামে । ছাগ শিশুর বেশ কিছু ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে । ভিডিওতে দেখা গেছে,লোকজন ছাগশিশুটিকে ইঞ্জেকশনের সিরিঞ্চির সাহায্যে দুধ খাওয়ানোর চেষ্টা করছে । ইতিমধ্যেই একাধিক সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে ।
সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সেমাল খেদি গ্রামের বাসিন্দা নবাব খান নামে জনৈক এক পশুপালকের একটি ছাগল সম্প্রতি ওই অদ্ভুত দর্শন ছাগশিশুটির জন্ম দিয়েছে । বিষয়টি এলাকায় চাওড় হওয়ার পর থেকেই নবাবের বাড়িতে ভিড় জমাচ্ছে স্থানীয় বাসিন্দারা । অনেককে ছাগ শিশুটিকে ‘ঈশ্বরের অবতার’ বলে মন্তব্য করতে শোনা গেছে । তবে স্থানীয় পশু চিকিৎসক মানব সিং সংবাদ মাধ্যম দৈনিক ভাস্করের সাংবাদিকের কাছে জানিয়েছেন, বিষয়টি আদপেই অলৌকিক নয় । আদপে এটি একটি রোগ । ডাক্তারি ভাষায় এই রোগকে হেড ডিসপেপসিয়া বলা হয় । সাধারণত গর্ভাবস্থায় ভিটামিন এ-এর অভাব অথবা গর্ভাবস্থায় ভুল বা নিষিদ্ধ ওষুধ খাওয়ানোর কারনে এই রোগ হয় । তবে রোগটি গরু-মহিষের ক্ষেত্রে এই রোগ দেখা গেলেও ছাগলের ক্ষেত্রে সচারাচর দেখা যায় না ।’ তিনি জানান, প্রতি ৫০ হাজারের মধ্যে একটির ক্ষেত্রে এই বিরল রোগ দেখতে পাওয়া যায় ।।