এইদিন ওয়েবডেস্ক,ফরাক্কা,০২ ফেব্রুয়ারী : মুর্শিদাবাদ জেলার নিউ ফরাক্কা হাইস্কুলে প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় এক সহ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃত সহ শিক্ষকের নাম সুজন স্বর্ণকার। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯, ১১৫/৩, ১১৭/২, ১৩২/১০৯, ৩/৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে । আজ রবিবার ধৃত শিক্ষকে জঙ্গিপুর আদালতে পাঠানো হয় ।
ফরাক্কার নিউ ফরাক্কা স্কুলের একাডেমিক কাউন্সিলের রুটিন নিয়ে মিটিং চলাকালীন সময়ে প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে বেদম মারধর করার অভিযোগ ওঠে সহকারী শিক্ষকদের একাংশের বিরুদ্ধে । মারধরে প্রধান শিক্ষকের পা ভেঙে যাওয়ার পাশাপাশি চোখ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে । বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি । এই ঘটনায় প্রহৃত মনিরুল ইসলামের স্ত্রী ফরাক্কা থানায় মোট ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন । তার ভিত্তিতে সুজন স্বর্ণকার নামে এক সহ শিক্ষককে শনিবার ফরাক্কা কাশিনগর বাড়ি থেকে গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে,বাকিদের সন্ধান চালানো হচ্ছে।।