এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৪ অক্টোবর : জয়নগরের পর এবারে মুর্শিদাবাদের ফরাক্কা । ফের এক শিশুকন্যাকে যৌন লালসার শিকার হতে হল । দুর্গাপূজোয় মামার বাড়িতে বেড়াতে যাওয়া ৯ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে । শিশুটির বস্তাবন্দি নিথর দেহ উদ্ধার হয় ওই যুবকের বাড়ি থেকেই । এই ঘটনায় ফারাক্কা থানার ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি এনিয়ে এক্স-এ একটা বড়সড় পোস্ট করে ওসিকে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানিয়েছেন । শুভেন্দু অধিকারী লিখেছেন,’মর্মান্তিক এবং একেবারে হতাশাজনক। মমতা পুলিশ তাদের পথ ঠিক করতে পারে না। আরজি কর ও সাম্প্রতিক জয়নগরের ঘটনার পরও তারা যৌন অপরাধের উপযুক্ত ধারায় মামলা নথিভুক্ত করতে নারাজ। গতকাল একটি ৯ বছর বয়সী মেয়ে শিশু নিখোঁজ হয়েছে, যে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানা এলাকার অন্তর্গত রেল কলোনিতে তার মাতামহের বাড়িতে বেড়াতে গিয়েছিল । সে কয়েকটা শিশুর সাথে খেলতে বেরিয়েছিল। সে বাড়ি না ফেরায় তার বাবা-মা প্রতিবেশীদের নিয়ে তাকে খুঁজতে যায়। আশেপাশে খোঁজ নিয়ে জানা যায়, দিনু হালদার নামে একজন মেয়েটিকে প্রলুব্ধ করে মিষ্টি বা খেলনা দিয়ে বাড়িতে নিয়ে যায়। তল্লাশি দলটি তার বাড়িতে পৌঁছলে সে প্রথমে সব কিছু অস্বীকার করলেও তার বাড়িতে তল্লাশি চালালে বস্তায় দরিদ্র মেয়েটির মৃতদেহ পাওয়া যায়। তার মুখের মধ্যে কাপড় ভরা ছিল।’
তাঁর অভিযোগ,’শিশুটির বাবা-মা ফারাক্কা থানায় গেলে পুলিশ যথারীতি প্রাথমিকভাবে বিষয়টি কবরস্থ করার চেষ্টা করে এবং যৌন অপরাধ ও হত্যা মামলাটি নথিভুক্ত করতে অস্বীকার করে। তারা অভিভাবকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছিল। এমনকি তারা পকসো আইনে মামলা নথিভুক্ত করতে অস্বীকার করেছে। পুলিশ পরিদর্শক নীলোৎপল মিশ্র দরিদ্র পরিবারের প্রতি ফারাক্কা থানা পুলিশ অত্যন্ত অভদ্র আচরণ করেছে। তিনি তাদের ধমক দিতে থাকেন এবং তাদের নিজের লাইনে আনার চেষ্টা করেন। কিন্তু হতভাগ্য অভিভাবকরা খুবই অনড় ছিলেন এবং স্থানীয় লোকজনও থানার বাইরে ব্যাপক বিক্ষোভ করেন। শেষ পর্যন্ত পুলিশ নতজানু হয়ে মামলাটি যৌন অপরাধ ও হত্যা হিসেবে নথিভুক্ত করতে রাজি হয়।’
এরপর বিরোধী দলনেতা ওই পুলিশ আধিকারিককে বরখাস্তের দাবি জানিয়ে লিখেছেন,’মমতা পুলিশ কেন যৌন অপরাধের মামলা নথিভুক্ত করতে নারাজ? এটি কি এনসিআরবি ডেটাতে রাজ্যের অপরাধের হার কমানোর কৌশল ? নির্যাতিতার পরিবার যারা প্রচন্ড কষ্টে আছে তাদের উপর চাপ দেওয়া সবচেয়ে জঘন্য অপরাধ। ফারাক্কা থানার পুলিশ পরিদর্শক নীলোৎপল মিশ্রকে অবিলম্বে বরখাস্ত করতে হবে।’
থানার গেটের সামনে ওই পুলিশ আধিকারিককে নিহত শিশুর পরিবার পরিজনদের আঙুল উঁচিয়ে শাসানোর ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী । পাশাপাশি শিশুর দেহ ঘিরে শোকার্ত পরিবারে কান্নায় ভেঙে পড়ার ভিডিও এবং মৃত শিশুর বাবার দায়ের করা এফ আই আরের কপিও তিনি পোস্ট করেছেন ।
ঘটনার বিবরণে জানা গেছে,ফরাক্কা ব্লকের দু’ নম্বর নিশিন্দ্রা কলোনি সুভাষপল্লি এলাকায় বাড়ি নিহত শিশুটির৷ সুভাষপল্লি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে পলাশি রেল কলোনি পাড়ায় তার মামার বাড়ি । রবিবার সকালে মা ও ভাইয়ের সঙ্গে মামার বাড়ি গিয়েছিল শিশুটি । মামার বাড়ির সামনে কয়েকজন শিশুর সঙ্গে সে খেলা করছিল । তারপর সে হঠাৎ নিখোঁজ হয়ে যায় । নিহত শিশুর বাবা অভিযোগপত্রে লিখেছেন, পরে তারা জানতে পারেন যে রেল কলোনি মাঠপাড়ার (বাসডিপোর পাশে) বাসিন্দা দীনু হালদার তার মেয়েকে ফুল দেওয়ার অছিলায় নিজের বাড়িতে ডেকে নিয়ে গেছে । এরপর তারা দীনুর বাড়িতে যান । তাকে মেয়ের কথা জিজ্ঞাসা করলে প্রথমে সে অশ্বীকার করে । কিন্তু সন্দেহ হওয়ায় তার বাড়িতে খোঁজাখুঁজি করতেই একটা প্লাস্টিকের বস্তার ভিতরে তার মেয়ের মৃতদেহ উদ্ধার হয় । তিনি জানান যে সেই সময় তার মেয়ের মুখে কাপড় ভরা ছিল । তিনি সন্দেহ প্রকাশ করেছেন, তার মেয়েকে ধর্ষণের পর খুন করে লাশ পাচারের উদ্দেশ্যেই বস্তায় ভরে রেখেছিল দীনু ।
জানা গেছে,শিশুটির দেহ উদ্ধারের পর ওই যুবককে ধরে গনধোলাই দেওয়া হয় ৷ পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । শিশুটির মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ৷ পুলিশ জানিয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই যৌন নির্যাতন করা হয়েছিল কিনা এবং মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।।