এইদিন ওয়েবডেস্ক,কান্দাহার,২৬ আগস্ট : বাবার অত্যাচারের ভয়ে আত্মঘাতী হল ৯ বছরের আফগান শিশু । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আফগানিস্তানের কান্দাহার শহরের ষষ্ঠ জেলার একটি এলাকায় । ঘটনার বিবরণে জানা গেছে, শিশুটি স্কুল ছাত্র ছিল । ওইদিন সে স্কুলে না যাওয়ায় তার মা বকাঝকা করে এবং বাবাকে বলে দেবে বলে শাসায় । এরপর শিশুটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে । বাবার অত্যাচারের ভয়েই শিশুটি আত্মঘাতী হয়েছে বলে মনে করা হচ্ছে । যদিও শিশুটির পরিবার এবং কান্দাহারে তালিবানের স্থানীয় কর্মকর্তারা এই বিষয়ে মুখ খোলেনি ।
প্রসঙ্গত,তালিবান ফিরে আসার পর থেকেই আফগানিস্তান জুড়ে আত্মহত্যার ঘটনা ব্যাপক হারে বেড়ে গেছে । শিশুদের মধ্যেও বাড়ছে আত্মহত্যার প্রবণতা । এর আগে শিশু অধিকার সংস্থা একটি প্রতিবেদন প্রকাশ করে শিশুদের অধিকারের দিক থেকে আফগানিস্তানকে বিশ্বের অন্যতম খারাপ দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এই সংস্থাটি ১৯৩ টি দেশের মধ্যে আফগানিস্তানকে ১৯১ তম স্থান দিয়েছে ।।