দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০১ ফেব্রুয়ারী : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনা বাজারের একটি মাদ্রাসা থেকে নিখোঁজ হয়ে গেল সাড়ে ৯ বছরের এক পড়ুয়া ৷ নিখোঁজ পড়ুয়ার নাম শেখ আতিব । তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাঁকসা থানার প্রয়াগপুর গ্রামে । এদিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে মঙ্গলবার ভাতার থানার পুলিশের দ্বারস্থ হন নিখোঁজ কিশোরের বাবা শেখ কলিমুদ্দিন । কলিমুদ্দিনের সন্দেহ তার ছেলেকে কেউ ফুসলিয়ে কোথাও নিয়ে গেছে । পুলিশ জানিয়েছে, নিখোঁজ কিশোরের সন্ধান চালানো হচ্ছে ।
পেশায় বাসের চালক শেখ কলিমুদ্দিন জানিয়েছেন, গতবছর ২৫ নভেম্বর তিনি তার ছেলেকে বলগোনার মাদ্রাসায় ভর্তি করেছিলেন । মাদ্রাসার হোস্টেলেই অন্যান্য পড়ুয়াদের সঙ্গে থাকত তার ছেলে । ছেলের খবর নিতে দিন পাঁচেক আগে তিনি মাদ্রাসায় ফোন করেন । তখন কর্তৃপক্ষ জানায় গত ১৮ জানুয়ারি বিকেলে তার ছেলে বলগোনা বাজারে গিয়েছিল । তারপর সে আর মাদ্রাসায় ফিরে আসেনি । এরপর তিনি আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজখবর নেন । কিন্তু ছেলের কোনো হদিশ পাননি । একজন সাড়ে ৯ বছরের শিশুকে কেন জনবহুল বাজারে যাওয়ার অনুমতি দেওয়া হল এবং সে নিখোঁজ হয়ে যাওয়ার পর কেন সঙ্গে সঙ্গে বাড়িতে জানানো হল না, এনিয়ে প্রশ্ন তুলেছেন নিখোঁজ কিশোরের বাবা ।।