এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১৩ ডিসেম্বর : নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ৭৩ বছরের বৃদ্ধকে পিটিয়ে খুনের ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর হেন্নুর বাবুসাপাল্যায় । পুলিশ জানিয়েছে, নিহত বৃদ্ধের নাম কুপ্পান্না ওরফে কুপ্পুস্বামী । তিনি তামিলনাড়ুর বাসিন্দা । পেশায় নির্মাণ শ্রমিক ওই বৃদ্ধ কর্মসূত্রে বাবুসপল্যায় থাকতেন । মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে ওই কিশোরী বাড়ির ছাদে কাপড় শুকনোর জন্য গিয়েছিল । কিন্তু দুপুর পর্যন্ত মেয়েটি বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয় । শেষ পর্যন্ত কুপ্পুস্বামীর ঘরে মেয়েটিকে ঘুমন্ত ও নগ্ন অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন । তাঁরা মেয়েটিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায় । তখন চিকিৎসকরা জানান কিশোরীকে ধর্ষণ করা হয়েছে । পরে মেয়েটির চেতনা ফিরলে সে জানায় বৃদ্ধ তাকে প্রলুব্ধ করে তার বাড়িতে নিয়ে যায় । তাকে পানীয় দেয় । আর সেই পানীয় খাওয়ার পরেই সে ঘুমিয়ে পড়ে ।
জানা গেছে,প্রাথমিক চিকিৎসার পর মেয়েটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । বাড়ি ফিরে আসার পর ওই বৃদ্ধের সঙ্গে কিশোরীর পরিবারের লোকজনের একপ্রস্থ বচসা হয় । সোমবার মেয়েটির পরিবার হেন্নুর থানায় গিয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ একটি মামলা দায়ের করে । এদিকে অভিযোগ পেয়ে পুলিশ বৃদ্ধকে গ্রেফতার করতে গেলে তাঁকে নিজের ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় দেখতে পায় । এরপর পুলিশ বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।
বেঙ্গালুরুর ডিসিপি (পূর্ব) ভীমাশঙ্কর এস গুলেদ জানিয়েছেন,বৃদ্ধের বিরুদ্ধে পকসো আইনে মামলা নথিভুক্ত করা হয়েছিল । পাশাপাশি তার মৃত্যুর কারন জানতে কিশোরীর পরিবারের ৩ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।।