এইদিন ওয়েবডেস্ক,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),১৭ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে এক যুবকের লালসার শিকার হলেন এক বৃদ্ধা(৭৫) । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী-১ ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েত এলাকায় । সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধর্ষক যুবককে গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম শান্ত মণ্ডল । তার বাড়ি পূর্বস্থলী-১ পঞ্চায়েত সমিতির নসরতপুর গ্রাম পঞ্চায়েত ডাঙ্গাপাড়া এলাকায় । আজ সোমবার তাকে আদালতে তোলা হবে । কালনা মহকুমা পুলিশ অফিসার রাকেশ চৌধুরী জানান,অভিযুক্ত শান্ত মন্ডলকে রবিবারই গ্রেফতার করা হয়েছে । তার বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক অভিযোগ উঠেছিল বলেও তিনি জানান ।
জানা গেছে,নির্যাতিতা বৃদ্ধা একাই থাকেন । শনিবার গভীর রাতে তিনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, সেই সময় নরাধম শান্ত মণ্ডল অন্ধকারের সুযোগে চুপিচুপি তার ঘরে ঢোকে । তারপর সে বৃদ্ধাকে ধর্ষণ করে পালিয়ে যায় । এমনকি কামড়ে আঁচড়ে বৃদ্ধাকে ক্ষতবিক্ষত করাও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে । রবিবার সকালে বৃদ্ধা গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা তাকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করে । সেই সময় বৃদ্ধা তার উপর ঘটে যাওয়া নারকীয় ঘটনার কথা খুলে বলেন । এরপর স্থানীয় নাদনঘাট থানা সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে নাদনঘাট থানার পুলিশ। বৃদ্ধা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পেশায় রাজমিস্ত্রির কাজ করা শান্ত মণ্ডল নামে ওই যুবকের কদর্য মানসিকতার কারনে ভয়ে শিঁটিয়ে থাকে এলাকার বিভিন্ন বয়সের নারীরা৷ এনিয়ে থানায় অভিযোগও দায়ের করা হয় । কিন্তু তারপরেও তার স্বভাব বদলায়নি । এরপরেই শনিবার রাতে ওই বৃদ্ধার একা থাকার সুযোগ নেয় সে। ঘটনার কথা জানাজানি হতেই ওই যুবককে এলাকার মানুষজন ধরার চেষ্টাও করে। কিন্তু সে পালিয়ে যায় । যদিও পরে সে পুলিশের হাতে ধরা পড়ে। সোমবার তাকে কালনা আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ ।।

