এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,২৪ আগস্ট : ঝাড়ফুকের ভয় দেখিয়ে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল ৭০ বছর বয়স্ক এক বৃদ্ধের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের স্বরূপনগর থানা এলাকায় । সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচয় বৃদ্ধকে গ্রেফতার করেছে । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ইয়াদ আলী শেখ এবং সে শেখ দীর্ঘদিন ধরে ঝাঁড়ফুক ও তন্ত্র-মন্ত্রের কাজ করে আসছিল । ধৃতকে আজ রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। পাশাপাশি ওই নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে । সেই সময় নির্যাতিতা কিশোরী বাড়িতে একাই ছিল । সেই সুযোগে ইয়াদ আলী শেখ বাড়িতে ঢুকে মেয়েটিকে ঝাঁড়ফুক করে দেওয়ার ভয় দেখায় এবং তাকে ধর্ষণ করে বলে অভিযোগ । পরে বাবা-মা ফিরে এলে মেয়েকে অসুস্থ অবস্থায় শুয়ে দেখেন । সন্দেহ হওয়ায় তারা মেয়েকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর নির্যাতিতা মা-বাবার কাছে সব কথা খুলে বলে। শনিবার সন্ধ্যাতেই অভিযুক্তের বিরুদ্ধে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার । বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ যে দীর্ঘদিন ধরেই ওই কিশোরীর ওপর কুনজর পড়েছিল বৃদ্ধ ইয়াদ আলী শেখের । প্রায়ই সে মেয়েটিকে ঝাড়ফুঁকের ভয় দেখাত বলে অভিযোগ । অবশেষে শনিবার দুপুরে সে মেয়েটাকে বাড়িতে একা পেয়ে গেলে এই ন্যাক্কারজনক কাজ করে সে । ধৃত বৃদ্ধের কঠোর শাস্তি দাবি জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা ।।

