এইদিন ওয়েবডেস্ক,তাইওয়ান,২৪ ডিসেম্বর : ৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের পূর্ব উপকূল । আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের তাইতুং কাউন্টি থেকে ১৬.৫ কিলোমিটার (১০.৩মাইল) গভীরে সমুদ্রে ।
তবে বৃহত্তর গ্রামীণ অঞ্চলে শুধুমাত্র সামান্য কম্পন অনুভূত হয়েছে । রাজধানী তাইপেই ভূমিকম্প অনুভূত হয়নি বলে জানা গেছে । এখন পর্যন্ত এই ভূমিকম্পে হতাহত বা সম্ভাব্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত,তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত এবং ভূমিকম্প প্রবণ বলে চিহ্নিত একটি রাষ্ট্র । ২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণে একটি ভূমিকম্পে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল । ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে ২,০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল ।।পাশাপাশি রবিবার চিলির বায়ো-বায়ো অঞ্চলে একটি ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার । ভূমিকম্পটির কেন্দ্র পৃথিবীর পৃষ্ঠ থেকে ১৯ কিলোমিটার (১২ মাইল) গভীরে ছিল ।।