এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৯ জানুয়ারী : খৎনা করাতে গিয়ে বাংলাদেশের এক ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে । সুন্নতে খতনা করার জন্য ঢাকার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল আয়ান নামে ওই শিশুকে । পরিবারের অভিযোগ,হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অতিরিক্ত পরিমান চেতনানাশক ব্যবহার করার কারনেই শিশুটির মৃত্যু হয়েছে । জানা গেছে, শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় টানা সাত দিন হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল । কিন্তু রবিবার মধ্যরাতে চিকিৎসকরা শিশুটিকে পরীক্ষা করে পরিবারের লোকজনদের জানায় যে তার মৃত্যু হয়েছে । এই ঘটনায় চিকিৎসায় গাফেলতির অভিযোগে হাসপাতালের বিরুদ্ধে মামলা দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন মৃত শিশুর বাবা শামীম আহমেদ ৷
জানা গেছে,খৎনা করার জন্য গত ৩১ ডিসেম্বর ওই শিশুকে ঢাকার সাতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিল পরিবার । কিন্তু একজন পূর্ণ বয়স্ক মানুষের মতই শিশুটির উপর অ্যানেস্থেসিয়া প্রয়োগ করা হয় বলে অভিযোগ । ফলে খৎনা করার পর তার আর জ্ঞান ফেরেনি । মৃত শিশুর পরিবারের দাবি,অপারেশনের দিন হাসপাতালে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক ছিল না । মেডিকেল কলেজের ৪০ থেকে ৫০ জন ইন্টার্ন চিকিৎসক মূলত হাসপাতালের রোগীদের চিকিৎসা পরিষেবা দিচ্ছিল । মৃত শিশুর বাবা শামীম আহমেদ সংবাদ মাধ্যমকে বলেছেন,’রবিবার রাতে হাসপাতালের চিকিৎসকরা এসে আমাকে বলেন যে আমার ছেলের মৃত্যু হয়েছে । একারণে ছেলের লাইফ সার্পোট খুলে দেওয়া হয়েছে ।’ জানা গেছে, মৃত শিশুটি ঢাকার জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে নার্সারিতে পড়াশোনা করত ।।