এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,১৪ সেপ্টেম্বর : আসামের উদালগুড়ি জেলায় রিখটার স্কেলে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে বাধ্য হয়েছে। জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) এই তথ্য জানিয়েছে। এনসিএস জানিয়েছে, রবিবার বিকেল ৪:৪১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এবং এর কেন্দ্রস্থল ছিল ৫ কিলোমিটার গভীরে। কেন্দ্রস্থল ছিল গুয়াহাটি এবং তেজপুরের মাঝে উদালগুড়ি জেলার ঢেকিয়াজুলি নামে একটি জায়গা ।
কম্পন অনুভূত হয় অসম সীমান্ত সংলগ্ন উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার জেলা সহ বাংলাদেশ, নেপাল, ভূটান ও চিনের কিছু অংশে ভূমিকম্প। তার মধ্যে আলিপুরদুয়ার জেলাতেও ভাল মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে । কোচবিহার, দিনহাটা, চ্যাংরাবান্ধা, জলপাইগুড়ি জেলাজুড়ে ভূমিকম্প টের পাওয়া গেছে। দুই দিনাজপুর মালদাতেও কম্পন অনুভূত হয়েছে । মৃদু কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গসহ কলকাতাতেও।।