এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১১ জানুয়ারী : দু’তলা বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হল বছর একচল্লিশের এক ব্যক্তির । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের রবীন্দ্রপল্লি এলাকায় । পুলিশ জানিয়েছে,নিহতের নাম মৃণাল পাঁজা(৪১) । বুধবার সকালে খবর পেয়ে ওই ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে পরে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ । এদিকে ওই ব্যক্তির ছাদ থেকে পড়ে যাওয়া নিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে । স্থানীয়দের অনুমান, মৃণালবাবু মানসিকভাবে অসুস্থ ছিলেন। আর সেই কারনেই তিনি ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন । যদিও পরিবারের দাবি,ছাদে পা পিছল কেটে নিচে পড়ে গেছেন মৃণালবাবু । পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ।
জানা গেছে,ভাতার বাজারের রবীন্দ্রপল্লির বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারী কর্মী হারাধন পাঁজার দুই ছেলে মেয়ের মধ্যে বড় মৃণাল । মেয়ে পাপিয়ার ভাতার বাজার এলাকাতেই বিয়ে হয়েছে । রবীন্দ্রপল্লি এলাকায় দু’তলা বাড়িতে স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে থাকতেন হারাধনবাবু । তাঁর ছেলে মৃণাল অবিবাহিত । তিনি স্নাতক পাশ করার পর থেকে বাড়িতেই ছিলেন । মৃণালবাবুর পিসতুতো ভাই অমিত সরকার বলেন,’আমি দূর্গাপুরে থাকি । ঘটনার কথা শুনে ভাতার ছুটে আসি । এসে জানতে পারি এদিন ভোরের দিকে ছাদে উঠেছিল মৃণাল । তারপর কোনো ভাবে পা পিছল কেটে সে বাড়ির উঠানে পড়ে যায় ।’
জানা গেছে,ঘটনার পর যুবককে উদ্ধার করে প্রথমে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠায় পুলিশ । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ।।