এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৯ ডিসেম্বর : সড়কপথ ধরে তিনচাকা সাইকেল চালিয়ে যাচ্ছিল বছর চারেকের এক শিশু৷ সেই সময় পিছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বাইক এসে শিশুর সাইকেলে সজোরে ধাক্কা মারে । সাইকেল-সহ শিশুটি বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে । অন্যদিকে বাইকটি নিয়েও উলটে পড়ে চালক । শিশু ও বাইকে থাকা ২ আরোহী গুরুতর আহত হয়৷ আজ মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার চৈতন্যপুর গ্রামের কাছে । আহত শিশুর নাম মুকারিম শেখ (৪) । দুই বাইক আরোহী হলেন, সাবির শেখ ও সাকির শেখ। তাদের মাথরুন হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে দুই বাইক আরোহীর অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
জানা গেছে,মুকারিম শেখ নামে ওই শিশুর বাড়ি চকগ্রামে । আহত বাইক আরোহী সাকির মল্লিকের বাড়ি পাশের ভাল্যগ্রামে। শিশুটি আজ বিকেলে সড়ক পথ ধরে তিন চাকা ছোট সাইকেলে চড়ে চকগ্রাম থেকে মাথরুনের দিকে যাচ্ছিল । সেই সময় ভাল্যগ্রাম থেকে কৈচর মুখে বাইকে চড়ে যাচ্ছিলেন সাবির শেখ ও সাকির শেখ। সাবির বাইক চালাচ্ছিলেন। সেই সময় তারা বেপরোয়া গতিতে এসে শিশুর সাইকেলে সজোরে ধাক্কা দেয় । সাবির বড়সড় আঘাত না পেলেও পিছনে বসা সাকির মল্লিক গুরুতর চোট পান। এই ঘটনায় একদিকে যেমন বেপরোয়া গতিতে বাইক চালানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা৷ পাশাপাশি অন্যদিকে সড়কপথে একটা ৪ বছরের শিশুকে সাইকেলসহ ছেড়ে দেওয়ায় শিশুর অবিভাবকদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা ৷।

