এইদিন ওয়েবডেস্ক,ভোপাল,১১ নভেম্বর : বাবার সঙ্গে শত্রুতার বদলা নিতে ৩ মাসের শিশুকে খুনের অভিযোগ উঠল মধ্যপ্রদেশের সাতনা জেলার এক ব্যক্তির বিরুদ্ধে । পুলিশ অভিযুক্ত সাতনা জেলার হনুমান নগরের বাসিন্দা বীরেন্দ্র চৌধুরীকে গ্রেফতার করেছে । গত ৬ নভেম্বর শিশুটি যখন গ্রামের একটা মন্দিরে বাবা-মায়ের পাশে শুয়ে ঘুমচ্ছিল, সেই সময় অভিযুক্ত শিশুটিকে অপহরণ করে বলে অভিযোগ । এরপর তাকে হত্যা করা । শিশুটির বাবা প্রিন্স পান্ডে ৭ নভেম্বর সাতনার জিআরপি থানায় শিশুটির নিখোঁজ রিপোর্ট দায়ের করেছিলেন ।
অভিযোগে বলা হয়, প্রিন্স ও তার স্ত্রী যখন মন্দিরে ঘুমাচ্ছিলেন, তখন কেউ একজন শিশুকন্যাটিকে অপহরণ করে। পুলিশ ইন্ডিয়ান কোড অফ জাস্টিসের (বিএনএস) ১৩৭(২) ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করে এবং নিখোঁজ শিশুটির সন্ধান শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ৮ নভেম্বর পন্নী লাল চক থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। তার দেহ বস্তার মধ্যে হয়েছিল।এরপর শিশুটির বাবা প্রিন্স পান্ডে লাশ শনাক্ত করেন। তিনি জানান, মেয়েটি তার একমাত্র সন্তান।
পুলিশ ঘাতকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করলে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে বীরেন্দ্র চৌধুরীকে চিহ্নিত করে এবং তাকে গ্রেফতার করে। অভিযুক্ত বীরেন্দ্র শিশু হত্যার কথা স্বীকার করেছে। সে বলেছে যে প্রিন্স পান্ডের সাথে তার বিরোধ হয়েছিল এবং প্রায় ২০ দিন আগে প্রিন্স তাকে মারধর করেছিল । পুলিশ ধৃতকে আরও জেরা করার জন্য নিজেদের হেফাজতে নিয়েছে ।।