এইদিন ওয়েবডেস্ক,কানাডা,২৩ ফেব্রুয়ারী : পৃথিবীতে অনেক অলৌকিক ঘটনাই ঘটে থাকে । এমনই একটি ঘটনা প্রত্যক্ষ করল কানাডার বাসিন্দারা । আর সেই ঘটনাটি হল,টানা তিন ঘণ্টা হৃদস্পন্দন বন্ধ থাকার পর অলৌকিকভাবে প্রাণ ফিরে পেল ২০ মাসের শিশু ৷ শিশুটির নাম ওয়েলন সান্ডার্স(Waylon Saunders) । মিডিয়া রিপোর্টে জানা গেছে,গত ২৪ জানুয়ারি ওন্টারিওর পেট্রোলিয়ার একটি শিশুকেন্দ্রের বাইরে খেলা করছিল ছোট্ট ওয়েলন । তারই মাঝে সে কোনো ভাবে শিশুকেন্দ্রের বাইরে থাকা পুলের নিচে জলে পড়ে যায় । প্রায় পাঁচ মিনিট সে জলের মধ্যেই পড়ে ছিল । তারপর খোঁজাখুঁজি শুরু হয় ।
কিন্তু শিশুটিকে উদ্ধার করার পর দেখা যায় তার কোনো হৃৎস্পন্দন নেই,পুরো শরীর ঠাণ্ডা হয়ে গেছে । তড়িঘড়ি ইংলেহার্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে । শিশুটিকে বাঁচাতে সর্বাত্মক চেষ্টা শুরু করেন চিকিৎসকরা। হৃৎস্পন্দন সচল না থাকায় তার ওপর টানা তিন ঘণ্টা সিপিআর প্রয়োগ করেন তারা। এরপর হঠাৎ নড়ে ওঠে ওয়েলন ।
হাসপাতালটির পরিচালক ডাক্তার টেইলর সাংবাদিকদের বলেছেন,হাসপাতালে উন্নত সরঞ্জামের অভাব রয়েছে । চিকিৎসক, ল্যাব ওয়ার্কার এবং নার্সরা মিলে আপ্রাণ চেষ্টা করেছেন । এটি সত্যিই একটি দলগত প্রচেষ্টা ছিল। ল্যাবের লোকেরা একটা সময় ওই রুমে পোর্টেবল হিটার হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন । ইএমএসের কর্মীরা কম্প্রেসার অদল-বদল করে তার বায়ুপ্রবাহ ঠিক রাখতে সাহায্য করেছেন। নার্সরা ওয়েলনকে উষ্ণ রাখতে বার বার মাইক্রোওয়েভ থেকে জল এনেছেন ।’ গত ৬ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় শিশুটিকে । বর্তমানে তার অবস্থা স্থিতিশীল । তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।।