এইদিন ওয়েবডেস্ক,ব্রাজিল,০৮ সেপ্টেম্বর : ১৯ বছরের তরুনীর জন্ম দেওয়া যমজ সন্তানের জনক দুই ভিন্ন পুরুষ। । ঘটনাটি ব্রাজিলের । ব্রাজিলের গোইয়াসের(Goias) মিনিরিওসের বাসিন্দা ওই অজ্ঞাতনামা তরুনী শিশুদের পিতা কে জানতে প্রসবের ৮ মাস পর পিতৃত্ব পরীক্ষা (paternity test) করেছিলেন । কিন্তু তরুনী যাকে শিশুদের বাবা বলে মনে করছিলেন তার ডিএনএ পরীক্ষায় ধরা পড়ে তিনি শুধুমাত্র এক সন্তানের জনক ।
তাহলে অপর সন্তানের পিতা কে ? পরিবারের লোকজন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে এই প্রশ্ন শুনে তরুনী অনেক ভেবে জানান,যমজ সন্তানের গর্ভধারণের সময় একই দিনে তিনি দুই পুরুষের সাথে যৌন সম্পর্ক করেছিলেন । শেষে ডাক পড়ে দ্বিতীয় পুরুষের। শেষে তার ডিএনএ পরীক্ষায় ধরা পড়ে তিনিই হলেন দ্বিতীয় শিশুর পিতা । আর একথা শুনে তরুনী ও তার পরিবারের লোকজন চমকে যান ।
এই বিষয়ে মহিলার চিকিৎসক তুলিও জর্জ ফ্রাঙ্কো(Tulio Jorge Franco) বলেন,’এই ঘটনাকে হেটেরোপ্যারেন্টাল সুপারফেকন্ডেশন (heteroparental superfecundation) বলা হয় । একই মায়ের থেকে দুটি ডিম ভিন্ন পুরুষের দ্বারা নিষিক্ত হলে এমনটা হয় । শিশুরা মায়ের জেনেটিক উপাদান ভাগ করে নেয়, কিন্তু তারা বিভিন্ন প্লাসেন্টায়(placentas)বেড়ে ওঠে । তবে এই ঘটনা ১০ লক্ষের মধ্যে একটি ঘটে । আমি কখনও ভাবিনি যে এই ধরনের ঘটনার মুখোমুখি হবো ।’
তবে দুই শিশুর পিতা আলাদা হলেও তরুনী ও তাঁর সন্তানের দায়িত্ব নিয়েছেন প্রথম ব্যক্তি । হাসপাতালের খাতায় তিনি শিশুদের বাবার নামের জায়গায় নিজের নাম নিবন্ধন করেছেন । তরুনী জানিয়েছেন, তাঁর সন্তান ও তাঁর যত্ন নিচ্ছে তাঁর প্রথম প্রেমিক । তাঁকে সর্ব প্রকার সাহায্য করছে । তিনি খুব খুশি ।।