এইদিন ওয়েবডেস্ক,ভিলওয়াড়া(রাজস্থান),০৫ আগস্ট : রাজস্থানের ভিলওয়াড়ার নরসিংপুরে ১৪ বছরের গুর্জর সম্প্রদায়ের কিশোরীকে গনধর্ষণের পর ইঁট ভাটার চুল্লিতে পুড়িয়ে মারার ঘটনায় চাঞ্চল্যকর এক তথ্য সামনে এসেছে । তদন্তে পুলিশ জানতে পেরেছে যে গনধর্ষণের পর এক ধর্ষক ওই নির্যাতিতার মাথায় আঘাত করে তাকে প্রথম অচেতন করে । তারপর তাকে ঢোকানো হয় জলন্ত চুল্লিতে । আধপোড়া শরীরের মাথা ও বুকের অংশ চুল্লি থেকে বের করে প্রমাণ লোপাটের জন্য নদীতে ফেলে দেওয়া হয় । তার আগে করাত দিয়ে কিশোরীর গলা ও হাত টুকরো টুকরো করে কাটা হয় । এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ ৪ ধর্ষককে গ্রেফতার করেছে । ধৃতদের মধ্যে ২ জন সহদর ভাই । এখনো পলাতক রয়েছে ২ মহিলাসহ আরও ৫ আসামি ।
এদিকে এই গনধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে গুর্জর সম্প্রদায়ের মধ্যে । উঠছে ডিএম-এসপিকে বরখাস্তের দাবি । ইতিমধ্যেই গোটা রাজ্য থেকে গুর্জর সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভ প্রদর্শনের জন্য কোটরি পৌঁছেছেন । কংগ্রেস শাসিত রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন । যদিও ক্ষোভ প্রশমন করতে মৃত কিশোরীর পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আবাস যোজনার আওতায় বাড়ি দেওয়া হবে বলেও জানানো হয়েছে । কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ড কিছুতেই মেনে নিতে পারছেন না রাজ্যের মানুষ ।।