এইদিন ওয়েবডেস্ক,পাকিস্তান,১৫ আগস্ট : ভারতের দুই প্রতিবেশী ইসলামী রাষ্ট্র পাকিস্তান ও বাংলাদেশ হিন্দুদের কার্যত বধ্যভূমিতে পরিনত হয়েছে । খুন,ধর্ষণ, অপহরণ,অল্প বয়সী মেয়েদের জোর করে ধর্মান্তরিত করার পর বৃদ্ধ মুসলিম ব্যক্তিকে নিকাহ করতে বাধ্য করার প্রচুর ঘটনা ঘটে চলেছে ওই দুই দেশে । এবারে পাকিস্তানে ১৩ বছরের হিন্দু কিশোরীকে জোর করে ধর্মান্তরিত এবং নিকাহ করতে বাধ্য করার ঘটনা ঘটেছে । মেয়েটিকে পরিবারের হাতে ফিরিয়ে দেয়ার পরিবর্তে অপহরণকারীর হাতেই তুলে দিয়েছে পাকিস্তানের আদালত । মা সহ পরিবারের অনান্য মহিলা সদস্যদের জড়িয়ে ধরে ওই কিশোরীর কান্নায় ভেঙে পড়ার মর্মস্পর্শী ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ।
ভিডিওটি শেয়ার করেছেন একজন এক্স ব্যবহারকারী (@Shunya00)। তিনি লিখেছেন, ‘পাকিস্তানে ১৩ বছর বয়সী হিন্দু মেয়ে চন্দা কুমারীকে অপহরণ করা হয়, জোর করে ধর্মান্তরিত করা হয় এবং সিন্ধুতে একজন বৃদ্ধ মুসলিম ব্যক্তির সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। দুই মাস পর তার বাবা-মা তাকে উদ্ধার করে, কিন্তু পাকিস্তান সরকার এবং আদালত তাকে জোর করে একটি আশ্রয়কেন্দ্রে পাঠায়। এখন,২ বছর পর, তাকে তার বাবা-মাকে না জানিয়েই তার অপহরণকারীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে । ভিডিও – ২ বছর আগে চন্দা তার পরিবারের সাথে দেখা করেছিলেন পাকিস্তানের আদালত তাকে একটি আশ্রয়কেন্দ্রে পাঠানোর আগে ।’
প্রসঙ্গত, অল্প বয়সের মেয়েদের অপহরণের ঘটনায় পাকিস্তানের পুলিশ ন্যাক্কারজনক ভূমিকা পালন করে । অপহৃতাদের উদ্ধারের করা তো দূরের কথা,পরিবারের অভিযোগ পর্যন্ত নেয় না পাকিস্তানি পুলিশ । পাকিস্তানের আদালতেরও এই বিষয়ে ন্যাক্কারজনক জনক ভূমিকা পালন করে । পাকিস্তানের অলিখিতভাবে ইসলামি শরিয়া শাসন চলায় অপহৃত কিশোরীদের তাদের অপহরণকারীদের হাতেই তুলে দেওয়ার নির্দেশ দেয় আদালত । ফলে ধর্মীয় সংখ্যালঘু পরিবারের মেয়েদের জীবন কার্যত অনিশ্চয়তার মধ্যে কাটে পাকিস্তানে । অনেক পরিবার তাদের মেয়েদের স্কুলে পর্যন্ত পাঠাতে চায় না এবং অল্প বয়সেই তাদের বিয়ে দিয়ে দিতে বাধ্য হয় ।।