এইদিন ওয়েবডেস্ক,খুলনা(বাংলাদেশ),০৫ মে : বাংলাদেশে ফের এক হিন্দু কিশোরীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণের অভিযোগ উঠল । এবারে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকায় । বছর তেরোর ওই কিশোরীর বাবা এনিয়ে ডুমুরিয়া থানায় সালমান শেখ (১৯),রসুল শেখ(২৩), নামে দুই যুবক এবং মোস্তফা শেখ (৫৫) নামে এক প্রৌঢ়ের বিরুদ্ধে অপহরণের মামলা রজু করেছে । ধৃতরা প্রত্যেকেই ডুমুরিয়া থানার তালতলা এলাকার বাসিন্দা । গত মঙ্গলবার(২ মে ২০২৩) ঘটনার পর শুক্রবার সকাল পর্যন্ত অপহৃত কিশোরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ ।
জানা গেছে,ডুমুরিয়া থানার তালতলার বাসিন্দা ওই কিশোরী স্থানীয় কে এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী । কিশোরীর বাবা পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন,তালতলার বাসিন্দা সালমান শেখ বিগত ৬ মাস ধরে তার মেয়েকে স্কুল যাতায়াতের পথে উত্যক্ত করে আসছিল । এমনকি সে অশ্লীল অঙ্গ ভঙ্গী ও তার মেয়েকে কুপ্রস্তাবও দিত । তার সেই নোংরা প্রস্তাবে রাজি না হয়ে মেয়ে তাকে
বিষয়টি জানিয়ে দেয় । এরপর তিনি মেয়েকে বিরক্ত না করার জন্য সালমানের কাছে অনুরোধ করেন । পাশাপাশি রসুল শেখ ও মোস্তফা শেখকেও বিষয়টি অবহিত করেন যাতে সালমান তার মেয়েকে যেন আর উত্যক্ত না করে । কিন্তু রসুল ও মোস্তফা মূল অভিযুক্তকে বোঝানোর পরিবর্তে তার মেয়েকে আরও উত্যক্ত করতে উৎসাহিত করে ।
অপহৃতা কিশোরীর বাবার অভিযোগ,গত মঙ্গলবার তার মেয়ে প্রতিদিনের মত স্কুলের উদ্দেশ্যে বের হয়েছিল । সকাল প্রায় সাড়ে ৯ টা নাগাদ মেয়ে যখন স্কুলের সামনে আসে তখন আগে থেকে দুটি মোটর সাইকেল নিয়ে অপেক্ষা করা সালমান শেখ ও রসুল শেখ তার মেয়েকে জোর করে তুলে নিয়ে নিয়ে যায় । মেয়ে তখন চিৎকার করে উঠলে স্থানীয় বাসিন্দা পিয়া সরদার,কৃষ্ণপদ মন্ডল ও সুমিত্রা মন্ডলসহ অনেকে ছুটে এসে তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করে । কিন্তু তারা ব্যর্থ হয় ।
অপহৃতা কিশোরীর বাবা বলেন,’আমি আমার মেয়েকে ওই যুবকের কবল থেকে উদ্ধারের অনেক চেষ্টা করেছি । সালমান শেখের পরিবারের লোকজনকেও অনুরোধ করেছি । কিন্তু তারা আমার মেয়েকে ফিরিয়ে দিতে রাজি হয়নি । তাই বাধ্য হয়ে থানায় অপহরণের মামলা রজু করেছি ।’ তিনি তার মেয়েকে অবিলম্বে উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন ।।