এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,০২ মার্চ : হিন্দু সম্প্রদায়ের মেয়েদের সফট টার্গেট বলে মনে করে বাংলাদেশের জিহাদিরা । বাংলাদেশে হিন্দু মেয়েদের অপহরণ, ধর্ষণের খবর প্রায়ই শোনা যায় । এবার ১৩ বছরের এক হিন্দু কিশোরীকে অপহরণের মতলব করেছিল একটি চারচাকা গাড়ির চালক । কিন্তু সাহস ও বুদ্ধির জোরে নিজের সম্ভ্রম বাঁচাতে সক্ষম হল ওই কিশোরী । গাড়ির চালকের কুমতলম বুঝতে পেরে গিয়েছিল মেয়েটি । নিরুপায় হয়ে সে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দেয় । মাথায় গুরুতর আঘাত পেলেও প্রাণে বেঁচে যায় সে । ঘটনাটি ঘটেছে গত ২৮ ফেব্রুয়ারী চট্টগ্রামের পাটিয়া (Patiya) ডাকবাংলা মোড়ের কাছে । পরে স্থানীয় বাসিন্দারা পুরবী দে নামে ওই কিশোরীকে উদ্ধার করে পাটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসার জন্য নিয়ে আসে ।
জানা গেছে,চট্টগ্রামের গুলজার মোড়ে নার্সিং প্রশিক্ষণ নেয় পুরবী দে নামে ওই কিশোরী । ঘটনার দিনও সে কোচিং নিতে গিয়েছিল । পুরবী বলে, কোচিং শেষে আমি কোতয়ালী এসেছিলাম । কোতয়ালী থেকে সিএনজি ধরে নতুন ব্রিজ পেড়িয়ে আমি শান্তিঘাটে আসি । সেখান থেকে একটি চারচাকা মহিন্দ্রা গাড়িতে চড়ে পুটিয়া ডাকবাংলা মোড় যাচ্ছিলাম । গাড়িতে আমি ছাড়া আর কোনো যাত্রী ছিল না । গাড়ির চালক আমার চেনা । কিন্তু থানার মোড় মুন্সেফবাজারে এসে দেখি গাড়িটি ডাকবাংলা মোড়ের দিকে না নিয়ে গিয়ে অন্য দিকে নিয়ে যাচ্ছে চালক । বিষয়টি বুঝতে পেরে আমি চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ি ।’
জানা গেছে,চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার পর পুরবীর মাথায় গুরুতর আঘাত লাগে । তার মাথা ফেটে প্রবল রক্তক্ষরণ শুরু হয় । বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে । তারপর রিপন শেখসহ কয়েকজন মিলে মেয়েটিকে উদ্ধার করে পুটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। যদিও প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় । ঘটনার পর মা ও আরও কয়েকজনের সঙ্গে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে পুরবী দে । অভিযুক্ত গাড়ির চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ ।
তবে চারচাকা গাড়িতে চড়ে বাড়ি ফিরতে গিয়ে অপহৃত হওয়ার ঘটনা এই প্রথম নয় । এর কয়েকদিন আগে পাটিয়ার শান্তিঘাটে সিএনজি থেকে উধাও হয়ে গেছে মিনা নামে বছর তেরোর হিন্দু কিশোরী । মেয়েটির মা তাকে সিএনজি তে তুলে দিয়েছিল । কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি ।।