এইদিন ওয়েবডেস্ক,মালদা,২২ অক্টোবর : সোমবার কালীপুজোর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল মালদার ১৩ বছরের এক কিশোর। নিখোঁজ কিশোরের নাম বিটু মহালদার। তার বাড়ি পুরাতন মালদা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায় । অনেক খোঁজাখুঁজি করেও ছেলেটির কোনো সন্ধান না পেয়ে মঙ্গলবার থানায় নিখোঁজ ডাইরি করে পরিবার । তবে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ ওই কিশোরের কোনো হদিশ করতে পারেনি বলে জানা গেছে ।
জানা গেছে,রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা সঞ্জয় মহালদার ও পম্পি মহালদারে দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে বড় বিটু । সোমবার কালীপূজার রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিল ছেলেটি । কিন্তু তারপর সে আর বাড়ি ফিরে আসেনি । রাতভর পরিবারের লোকজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোন হদিশ না মেলায় মঙ্গলবার মালদা থানায় নিখোঁজ ডায়েরী করেন সঞ্জয়৷ কিন্তু নিখোঁজ হওয়ার তিন দিন অতিবাহিত হলেও পুলিশ ওই কিশোরের কোনো হদিশ করতে না পারায় চরম উদ্বেগে রয়েছেন পরিবারের লোকজন ।
বুধবার নিখোঁজ কিশোর বিটু মহালদারের বাড়িতে যান স্থানীয় কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা। তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, অবাক করার মতো ঘটনা। তিনদিন ধরে ১৩ বছরের এক কিশোর নিখোঁজ রয়েছে অথচ পুলিশ তার কোনো সন্ধান করতে পারেনি । তবে তিনি জানান যে পুলিশের পাশাপাশি তিনি নিজেও ব্যক্তিগতভাবে কিশোরের সন্ধান করার চেষ্টা করছেন।।

