এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৩ সেপ্টেম্বর : এক সময়ের কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন তালিবান আজ আফগানিস্তানের শাসন ক্ষমতায় । ক্ষমতায় বসেই দেশে কঠোরভাবে ইসলামি শাসন লাগু করেছে৷ সবচেয়ে বেশি নিপিড়ীত হচ্ছে আফগান নারী ও শিশুরা ৷ আফগানিস্তানে তালিবান ঠিক কতটা সন্ত্রাস কায়েম করেছে, তার প্রতিফলন দেখা গেল রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে । তালিবানের আতঙ্কে আফগানিস্তানের কাবুল থেকে ১৩ বছর বয়সী এক বালক বিমানের পিছনের চাকায় লুকিয়ে দিল্লি চলে এসেছে । ৯৪ মিনিটের যাত্রায় বেঁচে গেছে ছেলেটি এবং স্থিতিশীল শারীরিক অবস্থায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে ‘অবতরণ’ করেছে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী,ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের কেএএম এয়ার পরিচালিত আরকিউ ৪৪০১ ফ্লাইটে । বিমানটি অবতরণের পর এবং যাত্রীরা নেমে যাওয়ার পর, T3 ট্যাক্সিওয়ের একজন গ্রাউন্ড হ্যান্ডলার যখন ছেলেটিকে নিষিদ্ধ অ্যাপ্রোন এলাকায় হাঁটতে দেখেন, তখন ঘটনাটি প্রকাশ পায়। তিনি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে সতর্ক করেন। একটি সূত্র নিশ্চিত করেছে, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী ছেলেটিকে আটক করে এবং পরে তাকে বিমানবন্দর পুলিশের কাছে হস্তান্তর করে। নাবালক হওয়ায়, ছেলেটি আইনি অভিযোগ থেকে মুক্ত ।
সূত্রমতে, এয়ারবাস A340 কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৮:৪৬ মিনিটে যাত্রা শুরু করে এবং সকাল ১০:২০ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এ অবতরণ করে। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, কুর্তা এবং পায়জামা পরা ছেলেটি ইরানে লুকিয়ে প্রবেশের ইচ্ছা করেছিল কিন্তু ভুল ফ্লাইটে উঠে পড়ে। কিশোরটি স্বীকার করেছে যে সএ কাবুল বিমানবন্দরে যাত্রীদের পিছু পিছু লুকিয়ে বিমানের কাছে যায় । তারপর সে বিমানের পিছনের চাকায় লুকিয়ে পড়ে । এই ঘটনাটি কাবুল বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি প্রক্রিয়া সম্পর্কে গুরুতর উদ্বেগ তৈরি করেছে । কারন যেকোনো সন্ত্রাসী এই পদ্ধতি অবলম্বন করে সহজেই বিমানে নাশকতা চালাতে পারত ।।