এইদিন ওয়েবডেস্ক,রতুয়া(মালদা)৩০ আগস্ট : নদীর সর্বগ্রাসী চেহারার সামনে একটু একটু বিলীন হয়ে যাচ্ছে পাড়। অসহায়ভাবে দেখা ছাড়া করারও কিছু নেই। পাড়ে দাড়িয়ে নদীর ভাঙন দেখার সময় পায়ের তলার মাটি ধসে গিয়ে নদীতে তলিয়ে গেল কোলে থাকা দশ মাসের শিশুসন্তান । মালদা জেলার রতুয়া থানার অন্তর্গত খাসমহল এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর এখনও হদিস মেলেনি নিখোঁজ শিশুটির। ভাঙনের বিপর্যয়ের মধ্যেই শোকের আবহ এলাকায়।
জানা গেছে, নাসিম আক্তারের কোলে ছিল তার ১০ মাস বয়সী পুত্র সন্তান।নাসিমের শ্বশুরবাড়ি খাসমহল। নদী ভাঙনে শ্বশুরবাড়ি এলাকা বিপর্যস্ত। সেজন্য রতুয়ার ভাদো এলাকার বাসিন্দা নাসিম আক্তার খোঁজখবর নিতে আসেন। সঙ্গে নিয়ে এসেছিলেন স্ত্রী ও সন্তানকেও ।
শ্বশুরবাড়িতে এসে নদী পাড়ে দাঁড়িয়ে ভাঙনের দৃশ্য দেখছিলেন। কোলে ছিল সন্তান। পাশে দাড়িয়েছিলেন আরও কয়েকজন।তারা দেখছিলেন একটু একটু স্থলভূমি হারিয়ে যাচ্ছে নদীগর্ভে। কিন্তু বুঝতে পারেননি তাদের পায়ের তলার মাটিও আলগা হয়ে যাচ্ছে। নাসিম আক্তাররা যেখানে দাড়িয়েছিলেন আচমকা সেই অংশে বড়সড় ধস নামে। নদীর জলে পড়ে যায় শিশু সন্তান সহ পাঁচজন।কাছাকাছি থাকা লোকজন নদীতে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কাজে হাত লাগায়। বাকিদের উদ্ধার করা সক্ষম হলেও শিশু সন্তানটির কোনও হদিশ মেলেনি ।।