এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৮ নভেম্বর : নামিদামি কোম্পানির ল্যাপটপ,প্রিন্টার,স্ক্যানার কিনে বাড়িতে বসে রীতিমত জাল আধারকার্ড তৈরির ব্যাবসা ফেঁদে বসেছিল জনৈক যুবক । ভালোই জমে উঠেছিল ব্যাবসা । কিন্তু কোনওভাবে যুবকের ওই কারবার সম্পর্কে পুলিশের কাছে খবর চলে যায় । শেষে শনিবার সন্ধ্যায় যুবকের বাড়িতে হানা দিয়ে তাঁকে হাতেনাতে ধরে ফেলে মানিকচক থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম মজিবুর রহমান (২৪) । তাঁর বাড়ি মানিকচক থানার গোপালপুরের বালুটোলা এলাকায় । গ্রেফতারির পাশাপাশি ধৃতের বাড়ি থেকে একটি ল্যাপটপ একটি প্রিন্টারসহ আধারকার্ড তৈরিতে ব্যাবহৃত বেশ কিছু অত্যাধুনিক সামগ্রী উদ্ধার করেছে পুলিশ । রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে পাঠানো হয় ।
পুলিশ সুত্রে খবর,বেশ কিছুদিন ধরেই বাড়িতে আধারকার্ড তৈরি কারবার চালাচ্ছিল মজিবুর রহমান নামে ওই যুবক । প্রতি আধারকার্ড পিছু সে ৫০০ টাকা করে নিচ্ছিল । কিন্তু কোনও এক ব্যক্তি মজিবুরের কাছে আধারকার্ড তৈরি করার পর সেটি অন্য কোথাও যাচাই করেন । তখন তিনি বুঝতে পারেন তাঁকে যে আধার কার্ড তৈরি করে দেওয়া হয়েছে সেটি আদপে জাল আধারকার্ড । এরপর তিনি মানিকচক থানায় বিষয়টি জানান । তারপর থেকেই ওই যুবকের বাড়িতে গোপনে নজরদারি চালাচ্ছিল পুলিশ । শেষে শনিবার সন্ধ্যায় মজিবুর রহমানকে হাতেনাতে পাকড়াও করে পুলিশবাহিনী ।
জানা গেছে, মানিকচক থানার আইসি অক্ষয় পালের নির্দেশে শনিবার সন্ধ্যায় এএসআই ভঞ্জন ঘোষের নেতৃত্বে পুলিশবাহিনী হানা দেয় বালুটোলা গ্রামে মজিবুরের বাড়িতে । তাঁকে গ্রেফতারের পাশাপাশি জাল আধারকার্ড তৈরিতে ব্যাবহৃত বেশ কিছু অত্যাধুনিক সামগ্রী উদ্ধার করে পুলিশ । পুলিশ জানিয়েছে,এই চক্রে আর কেউ জড়িত ছিল কিনা তা জানার চেষ্টা চলছে ।।