এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২৮ নভেম্বর : রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই লরিতে ধাক্কা দিল বেপরোয়া গতির একটি শববাহী গাড়ি । দূর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের । আহত আরও ১৪ জন । তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । শনিবার রাত্রি প্রায় দেড়টা নাগাদ দূর্ঘটনাটি ঘটে নদীয়া জেলার হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকায় । সংঘর্ষের প্রচন্ড আওয়াজে আশপাশের বাসিন্দাদের ঘুম ভেঙে যায় । তারপর স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান । ইতিমধ্যে খবর পেয়ে দূর্ঘটনাস্থলে আসে হাঁসখালি থানার পুলিশ । স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে কৃষ্ণনগরের কাছে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায় । চিকিৎসকরা ১৮ জনকে মৃত বলে ঘোষণা করেন । আহতদের কয়েকজনকে অন্যত্র স্থানান্তরিত করা হতে পারে বলে খবর ।
জানা গেছে,হতাহতরা সকলেই উত্তর ২৪ পরগনা জেলার বাগদার বাসিন্দা । শনিবার রাতে শ্রাবণী মুহুরি নামে স্থানীয় এক মহিলার মৃতদেহ সৎকার করতে একটি ম্যাটাডোরে চড়ে নবদ্বীপে যাচ্ছিল একটি বড়সড় দল । ওই দলে পরিবারের লোকজন ও গ্রামবাসী মিলে ৩০-৩৫ জন ছিলেন । তাঁদের মধ্যে কয়েকজন মহিলা ও একজন শিশুও ছিল বলে জানা গেছে । ম্যাটাডোরটি রাজ্য সড়ক ধরে নবদ্বীপ যাওয়ার পথে হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে আসতেই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে যায় । গাড়িটি প্রবল গতিতে চালানো হচ্ছিল বলে অভিযোগ ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ফুলবাড়ি মাঠের কাছে রাজ্য সড়কের উপরেই দাঁড়িয়ে ছিল একটি পাথরবোঝাই লরি । সেই সময় ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা খুবই কম ছিল । ফলে লরিটিকে দেখতে না পেয়ে তার পিছনে এসে সজোরে ধাক্কা মারে শবযাত্রী গাড়িটি । স্থানীয়দের অভিযোগ, ম্যাটাডোরের পুরুষ যাত্রীদের মধ্যে অনেকেই মদ্যপ ছিলেন । গাড়ির চালকও মদ্যপ অবস্থায় ছিলেন । ঘন কুয়াশা,প্রবল গতি ও তার সঙ্গে গাড়ির চালক মদ্যপ অবস্থায় থাকার কারবেই এই দূর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান স্থানীয়দের । পুলিশ ম্যাটাডোর ও লরিটি আটক করেছে ।।