এইদিন ওয়েবডেস্ক,বলরামপুর,২৮ নভেম্বর : ছয় বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে আমৃত্যু কারাদন্ডের নির্দেশ দিল ছত্তিশগড়ের বলরামপুর জেলা ও দায়রা আদালতের অতিরিক্ত ও দায়রা এবং পকসো আইনের বিশেষ বিচারক । তার সঙ্গে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে । ৪৮ বর্ষীয় ওই অভিযুক্ত প্রৌঢ়ের নাম কুনওয়ার নাগেশিয়া (Kunwar Nagesia) । তাঁর বাড়ি বলরামপুরের শঙ্করগড় থানা এলাকায় ।
পুলিশ ও আদালত সুত্রে জানা গেছে,ঘটনাটি ঘটে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর । বাড়ির সামনে নিজের মনে খেলা করছিল ওই ছয় বছরের শিশুটি । হঠাৎ শিশুটি সেখান থেকে উধাও হয়ে যায় । সন্ধ্যা পর্যন্ত মেয়েটি বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে । এরপর মেয়েটিকে বাড়ির কিছুটা পাশে একটি জমিতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । তার কিছুক্ষণ আগেই কয়েকজন গ্রামবাসী কুনওয়ার নাগেশিয়াকে ওই জমির পাশ থেকে দৌড়ে পালাতে দেখে । তখন গ্রামের লোকজন বিষয়টি গুরুত্ব দেয়নি । কিন্তু শিশুটি জমি থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হওয়ার পরে গ্রামবাসীরা বুঝতে পারে এই কুকীর্তি নাগেশিয়ার ।
এদিকে শিশুটির সম্বিৎ ফিরলে পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসা করতেই সে তখন ঘটনার কথা খুলে বলে । এরপর এনিয়ে গ্রামে একটি বৈঠক ডাকা হয় । কিন্তু নাগেশিয়া ওই বৈঠকে উপস্থিত হয়নি । শেষে নির্যাতিতা শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত প্রৌঢ়ের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে কুনওয়ার নাগেশিয়াকে গ্রেফতার করে পুলিশ । তারপর থেকে জেলেই ছিল অভিযুক্ত । তাঁকে দোষী সব্যস্ত করে আদালত । শনিবার সাজা ঘোষণা হয় ।।