প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ নভেম্বর : মুখ্যমন্ত্রীর চালু করা সরকারী প্রকল্পের বাস্তবায়নে একাংশ আমলা ‘অসহযোগিতা’ করছেন। শনিবার বর্ধমান টাউন হলে ‘আয়োজিত ’পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন’-র পূর্ব বর্ধমান জেলার সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে উঠে এমনই অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ । রাজ্যের সরকারী আমলাদের বিরুদ্ধে রাজ্যেরই একজন মন্ত্রীর এমন অভিযোগ আনায় শোড়গোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে । বিরোধীরাও মন্ত্রীর এহেন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ।
মন্ত্রী স্বপন দেবনাথ এদিন বলেন, ‘সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছি না, এ কথা বলবো না। বিডিও, এসডিও, এডিএম কথা শুনছে না বলে মাঝেমধ্যেই আমাদের কাছে অভিযোগ আসে ।“ এই কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী এদিন সরকারি কর্মচারি ফেডারেশনকে এককাট্টা হওয়ার কথা বলেন।পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর জনমুখী ও মানবিক প্রকল্পগুলি নিয়ে সাধারণ মানুষের কাছে প্রচারে আরো জোর দেবার জন্য আহ্বান জানান ।
এরপরেই তিনি বলেন, সরকারি কর্মচারি ফেডারেশন যদি সংগঠিত থাকে, আমরা যদি সংগঠিত থাকি তাহলে তখন অসহযোগীতার পরিবর্তে বিডিওই জিজ্ঞাসা করবেন, ‘বলুন আমাদের কী করতে হবে?’ মন্ত্রী দাবি করেন ওরা (একাংশ আমলা ) সহযোগিতা করছেন না, এটা তো সত্যিই। এর কারণ ওরা দেখছে, সরকারি কর্মচারি ফেডারেশনের অনেকগুলো ভাগ আছে। তাই ওরা ভাবছে সব সামলে নেবেন।“ মন্ত্রী স্বপন দেবনাথ বলেন,“সরকারী কর্মচারীদের একাট্টা হতে হবে ।সরকারি কর্মচারিরা যদি এক থাকে, তাহলে বিডিওর ক্ষমতা আছে, আমাদের বাইরে কাজ করার? ডিএমের ক্ষমতা নেই, আমাদের বাইরে কাজ করার?“ একই সাথে তিনি এও বলেন ,’কাউকে বেআইনি কাজ করতে আমরা বলব না ।’
বাম জমানার প্রসঙ্গ টেনে এনে স্বপন দেবনাথ বলেন, ‘বাম জমানায় আমরা দেখেছি সরকারি কর্মচারিদের দাপটে বিডিও কাঁপত, ডিএম কাঁপতো । সেই কারণে সিপিএম আমলে ওদের বেআইনি কাজ করতে হত।আমরা তো কাঁপতে বলছি না। উল্টে আমরাই
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ওদের কাছে
নতজানু হয়ে যাচ্ছি।তার পরেও মিলছে একাংশের অসহযোগিতা ।’
মন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে সিপিএমের সরকারি কর্মচারি সংগঠনের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রণব আইচ বলেন, ‘দলতন্ত্র চাপানোর জন্যেই এ রকম মন্তব্য করা হয়েছে।’ অপরদিকে বিজেপির জেলার সাধারণ সম্পাদক সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায়ও বলেন, ‘যাঁরা এখনও মাথা সোজা করে রেখেছেন, তাঁদের উদ্দেশেই একটা প্রচ্ছন্ন হুমকি দেওয়া হল।’ যদিও দলতন্ত্র বা হুমকির কথা মানতে চাননি তৃণমূলের রাজ্যের মুখপাত্র দেবু টুডু। তিনি বলেন, ‘আমরা সিপিএম আমলে দলতন্ত্রের দাপট হাড়ে হাড়ে টের পেতেন। আর কেন্দ্রে বিজেপি সরকার কি ভাবে দলতন্ত্র চালাচ্ছে সেটা নিয়ে গোটা দেশবাসী ওয়াকিবহাল রয়েছে ।’।