এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৭ নভেম্বর : কোমড়ে গুঁজে রাখা আগ্নেয়াস্ত্র বের করে পেট্রোল পাম্পের কর্মীকে ভয় দেখানোর অভিযোগে বিজেপির বিজেপির যুব মোর্চার এক নেতাকে গ্রেফতার করল বাঁকুড়া জেলার শালতোড়া থানার পুলিশ । উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রটিও । ধৃতের নাম সাহেব রায় । তাঁর বাড়ি শালতোড়া থানার পাবড়া গ্রামে । জানা গেছে,শালতোড়া থানার পাবড়া মোড়ে রয়েছে ওই পেট্রোল পাম্পটি । শুক্রবার দুপুর নাগাদ বাইকে তেল ভরতে ওই পাম্পে গিয়েছিলেন সাহেব । আর তখনই পেট্রোল পাম্পের এক কর্মীর সঙ্গে তাঁর বচসা শুরু হয় ।
পাম্পের কর্মী বিদেশ গোপ বলেন, ‘আমাদের পাম্পে বোতলে তেল দেওয়া হয়না । কিন্তু ওই ব্যক্তি একটি বোতল দিয়ে বলেন, তাতে তেল ভরে দিতে হবে । কিন্তু আমি রাজি হইনি । তার জেরে অল্পবিস্তর তর্কাতর্কি হয় । আর তখনই উনি কোমড়ের পিছন থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করেন । আমি ভয় পেয়ে তাড়াতাড়ি পিছনে সরে যাই । ইতিমধ্যে মালিক থানায় ফোন করে দেন ।’
জানা গেছে,খবর পেয়ে ঘটনাস্থলে আসে শালতোড়া থানার পুলিশ । কিন্তু তার আগেই পালিয়ে যান ওই বিজেপি নেতা । পরে পেট্রোল পাম্পের মালিকের অভিযোগের ভিত্তিতে মেজিয়ার জেমুয়া এলাকা থেকে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে । তাঁর কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রটি । শনিবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয় ।
ঘটনা প্রসঙ্গে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস নেতা শ্যামল সাঁতরা বলেন, ‘বিজেপির ওই সমস্ত যুব নেতারা প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে মানুষকে খুনের হুমকি দিচ্ছে । পুলিশ তৎপরতার সঙ্গে তাকে গ্রেফতার করেছে । আমরা ওই বিজেপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি । পাশাপাশি মানুষের কাছে আমাদের আবেদন,আপনারা বিজেপিকে চিরতরের জন্য উৎখাতের ব্যাবস্থা করুন ।’ অন্যদিকে বিজেপির রাঢ়বঙ্গের কনভেনার পার্থসারথি কুন্ডু বলেন, ‘সাহেব রায়ের ওই ঘটনার কথা আমার জানা ছিল না । সংবাদ মাধ্যমের কাছ থেকেই বিষয়টি জানতে পারলাম । উনি যুব মোর্চার সাধারণ কর্মী । কোনও পদাধিকারী নন । আদৌ কি ঘটেছে জানা যায়নি । তবে দোষী হলে পুলিশ আইনত ব্যাবস্থা নেবে । আমরা এই ধরনের ঘটনার সমর্থন করি না ।’।