এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,১০ ডিসেম্বর ঃ দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাসহ একাধিক শীর্ষ নেতৃত্বের গাড়িতে হামলার প্রতিবাদে কাটোয়ায় পথ অবরোধ করল বিজেপি । বৃহস্পতিবার বিকেলে বিজেপির পুর্ব বর্ধমান জেলা(গ্রামীন) সভাপতি কৃষ্ণ ঘোষের নেতৃত্বে কাটোয়ার আখড়া বাসস্ট্যান্ডে এসটিকেকে সড়ক পথ অবরোধ করে বিজেপি বেশ কিছু বিজেপি কর্মী ও সমর্থক । চলে বিক্ষোভ প্রদর্শন । শেষে সাধারন মানুষের অসুবিধা হচ্ছে দেখে অবরোধ তুলে নেয় বিজেপি কর্মীরা ।
বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় ক্ষেত্র ডায়মন্ডহারবারের সুলতানপুরে সাংগঠনিক সভার আয়োজন করেছিল বিজেপি । ওই সভায় যোগ দিতে যাচ্ছিলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নড্ডা,কৈলাশ বিজয়বর্গীয়,মুকুল রায়,রাহুল সিনহা,অনুপম হাজরার মত শীর্ষ নেতারা । নড্ডার কনভয় শিরাকোল মোড়ে আসতেই তৃনমুলের লোকজন হামলা চালায় বলে অভিযোগ।
এই ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি কাটোয়া ও কালনা মহকুমা এলাকার একাধিক জায়গায় পথ অবরোধ করে বিজেপি কর্মীরা । পুর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষের নেতৃত্বে এদিন বিকেলে আখড়া বাসস্ট্যান্ড এলাকায় পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
দেখুন ভিডিও :
কৃষ্ণ ঘোষ বলেন, ‘শাসকদলকে শুধু একটা কথা বলতে চাই,এরপর যদি আমাদের নেতাদের উপর হামলা হয় তাহলে ছেড়ে কথা বলবো না । বাংলাকে আমরা স্তব্ধ করে দেবো । তৃনমুলের নেতাদের বুঝিয়ে দেবো বিজেপিকে ভয় দেখিয়ে আটকানো যায়নি ও যাবেও না । বিজেপি ২০২১ সালে বাংলায় সরকার গড়বে । তখন আমরা বাংলায় গনতন্ত্র ফিরিয়ে আনবো ।’।