এইদিন ওয়েবডেস্ক,ইংরেজবাজার(মালদা),২৩ নভেম্বর : এক যুবক ও এক যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার ইংরেজবাজারে । মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা ইংরেজবাজার বিমানবন্দর এলাকায় মাঠের মধ্যে ওই যুবক ও এক যুবতী দেহ পড়ে থাকতে দেখেন । পাশেই পড়েছিল একটি মোটরবাইক । খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে । পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রনি দাস (২২) ও শাম্বিকা রায় (১৮) । যুবকের বাড়ি ইংরেজবাজারের বাগবাড়ির দুর্গাপল্লী এলাকায় । পাশের তেলিপুকুর এলাকার বাসিন্দা ওই তরুনী । মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাইক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই তরুন-তরুনীর । যদিও মৃতদের পরিবারের দাবি তাঁদের খুন করা হয়েছে । পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।
জানা গেছে,বাগবাড়ির দুর্গাপল্লী এলাকার বাসিন্দা রনি দাস মালদা পলিটেকনিক কলেজের পড়ুয়া ছিলেন । রনির বাবা-মা গত শনিবার দেওঘরে তীর্থ দর্শনে গিয়েছেন । সোমবার সেখানে থেকে তারাপীঠে যান । রাতে তাঁরা সেখানেই ছিলেন । বাড়িতে একাই ছিলেন রনি । সোমবার তিনি বাড়ি থেকে বের হন বলে জানা গেছে । এদিন সকালে কয়েকজন প্রাতঃভ্রমণকারী ওই যুবককে বিমানবন্দর এলাকায় মাঠের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন । কিছুটা দুরেই পড়েছিল যুবকের বাইকটি ও ওই যুবতীর মৃতদেহ । মৃতদের শরীরে আঘাতের চিহ্ন ও রক্তের দাগ ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা । এদিকে খবর পেয়ে জেলার ডেপুটি পুলিশ সুপার প্রশান্ত দেববাথের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশবাহিনী ।
ডেপুটি পুলিশ সুপার বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে বাইকটি প্রচন্ড গতিতে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । তারপর মাঠের মধ্যে প্রায় ৭০ মিটার বা ২১১ ফুট ভারসাম্যহীন অবস্থায় এসে বাইকসহ তাঁরা উলটে পড়েন ৷ তার জেরেই ওই যুবক-যুবতীর মৃত্যু হয়েছে । প্রায় ৭-৮ ঘন্টা আগে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে হচ্ছে ।’ তবে ওই যুবক-যুবতীর মধ্যে কোনও সম্পর্ক ছিল কিনা এনিয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেনি । এদিকে মৃতের কাকা জয়রাম মন্ডল বলেন, ‘মেয়েটিকে আমি চিনি না । আগে কখনও দেখিনি । তবে আমার ভাইপো ও মেয়েটির মৃতদেহ দেখে মনে হচ্ছে তাদের খুন করা হয়েছে ৷’ডেপুটি পুলিশ সুপার জানিয়েছেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।
অন্যদিকে ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর গ্রামের একটি পুকুর থেকে সোমবার বিকেলে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ । মৃতের নাম টোটন মণ্ডল (২১) । মৃতের ভাই দীপঙ্কর মণ্ডল জানিয়েছেন, তাঁর দাদার সঙ্গে এক প্রতিবেশী যুবতীর প্রেমের সম্পর্ক ছিল । কিন্তু যুবতীর বাবা তাদের এই সম্পর্ক মেনে নিতে পারেনি । ইতিপূর্বে মেয়ের বাবা এনিয়ে থানায় অভিযোগ দায়েরও করেছিলেন । দিন চারের আগেও দাদার বিরুদ্ধে ফের একটি অভিযোগ দায়ের করেন তিনি । তাঁর অভিযোগ, ‘মেয়ের বাবা আমার দাদাকে খুনের হুমকি দিচ্ছিল । হাঁসুয়া নিয়ে ভয় দেখাত । রবিবার রাত্রে মেয়ের বাবা আমার দাদাকে তাঁদের বাড়িতে ডেকে পাঠায় । দাদা বাড়িতে গেলে মেয়ের বাবা লোহার রড দিয়ে দাদাকে পিটিয়ে মারার পর বাড়ির পিছনে আম বাগানের পুকুরের জলের দেহ ফেলে দিয়ে আসে । তারপর থেকে দাদার কোনও সন্ধান পাচ্ছিলাম না । পরের দিন দুপুর একটা নাগাদ ওই পুকুরের জলে দাদার মৃতদেহ ভাসতে দেখা যায় ।’
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে মেয়েটির বাবা । তাঁর পালটা অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁদের মেয়েকে উত্ত্যক্ত করত ওই যুবক । সম্প্রতি স্কুল খুলেছে । স্কুল থেকে আসা যাওয়ার পথে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত রনি । এছাড়া বেশ কয়েকবার বাড়িতে চড়াও হয়ে তাঁর মেয়ের শ্রীলতাহানীরও চেষ্টা পর্যন্ত করে । সেই কারনে তিনি ওই যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন । পুলিশ জানিয়েছে,অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ।।