দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২২ নভেম্বর : দিন দুয়েক আগে দলীয় নেতা ও কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন মেমারির তৃণমূল বিধায়ক মধুসূদন ভট্টাচার্যকে । বিক্ষোভকারীরা বিধায়কের বিরুদ্ধে দলের পুরনো কর্মীদের কোনও গুরুত্ব না দিয়ে নিজের মনমর্জিমত কাজ করা ও দলবাজি করার অভিযোগ তোলেন । শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে । এবার মেমারিতে গোষ্ঠীকোন্দলে লাগাম টানতে আসরে নামলেন তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় । সোমবার তিনি মেমারী পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন স্বপন বিষয়ী ও মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন । মেমারির দুই দলীয় নেতাকে দ্বন্দ্ব মিটিয়ে একসাথে চলার জন্য জেলা সভাপতি নির্দেশ দেন । সামনেই পুরসভার ভোট । দলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব যাতে ভোট বাক্সে না পড়ে সেই কথা মাথায় রেখেই রবীন্দ্রনাথবাবুর এদিনের এই বিশেষ বৈঠক বলে মনে করছেন রাজনৈতিক মহল ৷
রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন,পুরসভা নির্বাচনে দলীয় সংগঠনকে একত্রিত হয়ে নামার বার্তা দিতেই এদিন বৈঠক করা হয়েছে । বৈঠকে পুর প্রশাসক, বিধায়ক ও ওয়ার্ড সভাপতিরা উপস্থিত ছিলেন বলে তিনি জানান । মধুসূদন ভট্টাচার্য বলেন,’আমাদের মধ্যে সাময়িক সমস্যা হয়েছিল । অবিভাবক হিসাবে জেলা সভাপতি হস্তক্ষেপ করেছেন । ভবিষ্যতে দলের নির্দেশ মেনে চলবো ।’ অন্যদিকে স্বপন বিষয়ী জানিয়েছেন,আগামী পুর নির্বাচনে ভালো ফলাফল করার লক্ষ্যে তাঁরা এক সাথে ময়দানে নামবেন ।।