প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২১ নভেম্বর :সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হল এক যুবক ।ধৃতের নাম সঞ্জিত মুর্মু। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের মেমারির আমাদপুর গ্রামে । মেমারি থানার পুলিশ শনিবার রাতে বাড়ি থেকে যুবককে গ্রেপ্তার করে । সুনির্দিষ্ট ধারার মামলা রুজু করে পুলিশ রবিবার ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,দু’দিন আগে মুখ্যমন্ত্রীর একটি অনুষ্ঠান সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচারিত হচ্ছিল । সম্প্রচারিত সেই অনুষ্ঠানের কমেন্টস বক্সে যুবক সঞ্জিত মুর্মু রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য লিখে পোস্ট করেন । বিষয়টি নজরে আসার পর আমাদপুর অঞ্চল তৃণমূলের সভাপতি মেমারি থানায় সঞ্জিত মুর্মুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।তার ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ তাকে গ্রেপ্তার করে । আদালতে যাবার সময়ে ধৃত সঞ্জিত এদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছে ,“নেশাগ্রস্ত অবস্থায় তিনি এমন কমেন্টস লিখে ফেলেছেন।নেশা করার জন্য ওইদিন তাঁর হুঁশ না থাকায় এই ভুল কাজ করে ফেলেছেন।’।