এইদিন ওয়েবডেস্ক,ভাদোহী(উত্তরপ্রদেশ),২১ নভেম্বর : কৃষি বিল প্রত্যাহার নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজস্থানের রাজ্যপাল কালরাজ মিশ্র । তিনি উত্তরপ্রদেশের ভাদোহী (Bhadohi)তে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন । সেই সময় সাংবাদিকরা তাঁর কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিন কৃষি বিল প্রত্যাহার নিয়ে মতামত জানতে চায় । তখন কলরাজ মিশ্র বলেন, ‘সময় এখন অনুকূল নয়,ভবিষ্যতে আনা হতে পারে কৃষি বিল ।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি তাঁর জন্য প্রণীত তিন কৃষি আইন সম্পর্কে কৃষকদের ঠিকমত বোঝাতে পারেননি । যার ফলে কৃষকরা ধর্ণা প্রদর্শন করতে রাস্তা নেমে পড়েন । শেষে সরকার কৃষকদের বিষয়টি সহৃদয়তার সঙ্গে বিবেচনা করে কৃষি বিল প্রত্যাহার করে নেয় ।’ এর সাথে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সরকার একটি সঠিক পদক্ষেপ নিয়েছে ।’
উত্তরপ্রদেশের জনসংখ্যা নিয়েও মন্তব্য করেন রাজস্থানের রাজ্যপাল কালরাজ মিশ্র । তিনি বলেন, ‘এখানে জনসংখ্যা অনেক বেড়েছে । এই রাজ্যকে উত্তরাঞ্চলের (বর্তমান উত্তরাখণ্ড) আদলে ভাগ করা উচিত । তবে এটা সরকারের ব্যাপার ।’ সেই সঙ্গে তিনি দাবি করেন, ‘দেশের অনান্য রাজ্যের থেকে উত্তরপ্রদেশে যথেষ্ট উন্নয়নমূলক কাজ হচ্ছে । আমি মনে করি উত্তরপ্রদেশ এখন সব দিক থেকেই শক্তিশালী এবং সক্ষম ।’ বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বিন্ধ্যাচল মন্দিরে পূজো দিতে যান রাজস্থানের রাজ্যপাল কালরাজ মিশ্র ।
তিনি দেবীকে পূজো দেওয়ার ছবিসহ নিজের ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, ‘মা বিন্ধ্যবাসিনীর দর্শন পাওয়ার সৌভাগ্য হল । দেশ ও রাজ্যের মানুষের সুখ ও সমৃদ্ধির জন্য বিন্ধ্যবাসিনী মাতার কাছে প্রার্থনা করলাম ।’।
ছবি : কালরাজ মিশ্রের ট্যুইটার হ্যান্ডেল থেকে নেওয়া ।