দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২০ নভেম্বর : তালাবন্ধ ঘরে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল নগদ টাকাসহ লক্ষাধিক টাকার সামগ্রী । ঘটনাটি ঘটেছে কাটোয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড এলাকার খ্যাপাকালীতলায় । খবর ঘটনাস্থলে আসে দমকলবাহিনী । তারপর ঘরের তালা ভেঙে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে । ততক্ষণে ঘরের যাবতীয় সামগ্রী ভস্মীভূত হয়ে যায় । বাড়ির মালিক বৃদ্ধা বাসন্তী মণ্ডল জানিয়েছেন,ঘরের
মধ্যে দুটি আলমারিতে রাখা নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার সামগ্রী ভষ্মীভূত হয়ে গেছে । তিবে আগুন লাগার কারন স্পষ্ট নয় । প্রাথমিকভাবে দমকলবিভাগের অনুমান সর্টসার্কিট থেকেই ওই ঘরের মধ্যে আগুন ধরে যায় ।
জানা গেছে,খ্যাপাকালীতলার বাসিন্দা বাসন্তী মণ্ডলের দু’তলা পাকা বাড়ি । বাড়িতে রয়েছেন বিধবা পুত্রবধূ সীমাদেবী ও সীমাদেবীর ছেলে বিশ্বজিৎ । নিচের তলার দুটি ঘরের একটিতে থাকেন বাসন্তীদেবী । অন্যটিতে থাকেন তাঁর পুত্রবধূ ও নাতি । সীমাদেবীর একমাত্র মেয়ের দাঁইহাটে বিয়ে হয়েছে । শুক্রবার তিনি মেয়ের বাড়িতে ছিলেন ।
পরিবার সুত্রে জানা গেছে,শুক্রবার রাতে বাসন্তীদেবীর ঘরে শুয়েছিলেন তাঁর নাতি। পাশে সীমাদেবীর ঘর তালাবদ্ধ ছিল । রাতের দিকে তালাবন্ধ ঘর থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখে বাসন্তীদেবী ও তাঁর নাতি চিৎকার করে লোকজন ডাকাডাকি করে । পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দমকলবাহিনী এসে ঘরের তালা ভেঙে আগুন নেভায় । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।।