এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ নভেম্বর : ফের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের (বিবিজিএস) সাফল্য নিয়ে প্রশ্ন তুলে শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড় । শনিবার সকালে নিজের ট্যুইটার হ্যান্ডেলে রাজ্যের অর্থ দফতরের প্রধান উপদেষ্টা অমিত মিত্রকে লেখা একটি চিঠি পোস্ট করেন রাজ্যপাল । শুক্রবারে পাঠানো এই চিঠিতে রাজ্যপালকে বেশ কিছু কড়া শব্দ প্রয়োগ করতে দেখা গেছে ।
রাজ্যপাল লেখেন, ‘আপনার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির বিষয়ে বারবার ভূল বক্তব্যের কারনে রাজ্যের উন্নয়নের স্বচ্ছতা এবং দায়বদ্ধতা প্রশ্নের মুখে পড়েছে । এই ধরনের কৌশল উন্নয়নের বিপরীত চিত্র দর্শায় ।’ তিনি লেখেন, ‘পাঁচটি শিল্প সম্মেলনে মোট ১২ লক্ষ ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাবের সত্যতা প্রকাশ্যে না আনার পিছনে কোনও যুক্তিগ্রাহ্য কারন থাকতে পারে না । আপনাদের দাবিমত সাফল্য আসা সত্ত্বেও বিবিজিএস-এর তথ্য কেন গোপন করছেন ! কেন ২০১৬ সাল থেকে বিজিবিএস-এর আয়োজনে কত খরচ হয়েছে, বিনিয়োগ সম্পর্কে সঠিক তথ্য ও কত কর্মসংস্থান তৈরি সম্পর্কীত বিষয়গুলি প্রকাশ্যে আনছেন না ?’ পরিশেষে রাজ্যপাল লেখেন, ‘আমি নিশ্চিত যে আপনি খোলা মনে বিষয়টি চিন্তা করবেন এবং দ্রুত বিজিবিএস নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবেন ।’
প্রসঙ্গত,রাজ্যে পাঁচটি শিল্প সম্মেলনে আসা বিনিয়োগ সম্পর্কে জানতে চেয়ে গত আগস্ট মাসে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় । চলতি মাসের প্রথম দিকে তিনি ট্যুইটারে ওই চিঠির কোনও উত্তর না পাওয়ার বিষয়ে লিখে মুখ্যমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশের পরামর্শ দেন । আর একবার ফের বিবিজিএস নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন রাজ্যপাল ।।
ছবি : ট্যুইটার থেকে সংগৃহীত ।